পর্যটক সেবায় জেলা ছাত্রলীগ

প্রতারণার শিকার পর্যটক পাশে দাঁড়ালো কক্সবাজার জেলা ছাত্রলীগ

 

মুনতাকিম হোছাইনঃ

সারাদেশে সহ সমগ্র বিশ্বের পর্যটকদের প্রধান আকর্ষণ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সমুদ্র নগরীতে ভ্রমনের উদ্দেশ্যে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভীড় করেন ।

সম্প্রতি তেমনি ২৫ জনের একটি পর্যটক দল রাজশাহী থেকে বেড়াতে আসে কক্সবাজার। তারা কক্সবাজার ভ্রমনের পাশাপাশি একটি ট্রাভল এজেন্সির মাধ্যমে বান্দরবান ভ্রমনের জন্য ট্যুর বুকিং করেন।

উক্ত ট্যুরে বান্দরবানের পাঁচটি দর্শনীয় স্থান ভ্রমনের কথা উল্লেখ থাকলেও আজ বান্দরবান এ নির্বাচনী এর কারনে পর্যটকদের প্রবেশের উপর বিধিনিষেধ ছিলো।

পর্যটকরা আবারো কক্সবাজার ফিরে আসলেও তাদের দর্শনীয় স্থান না দেখিয়ে টাকা হাতিয়ে নিতে চেষ্টা করে ট্যুর ট্রাভলস এজেন্সি।

তাৎক্ষণিকভাবে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানকে ব্যাপারটি জানান ঐ পর্যটক দলে থাকা একজন এবং ব্যাপারটি নিয়ে মারুফ আদনানের নির্দেশে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান সায়েম সহ ছাত্রলীগের নেতা কর্মীরা সরেজমিনে গিয়ে ট্যুর ট্রাভেলস এজেন্সির সাথে কথা বলেন।

ফলশ্রুতিতে ২৫জন পর্যটকের জন্য ২৫,০০০ টাকা ফিরিয়ে দেয় এজেন্সি।

এই ব্যাপারে রাজশাহী থেকে আগত পর্যটক মাহফুজ জানান, কক্সবাজার জেলায় সহযোগিতা পরায়ণ মনোভাব নিয়ে ছাত্রলীগের এই ভূমিকা আমি কখনো ভুলবো না। ছাত্রলীগের তাৎক্ষণিক এই সহযোগিতা আবারো প্রমান করে কক্সবাজার জেলা পর্যটকদের সর্বোচ্চ সহায়তা করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.