পরিবেশ প্রতিবেশ রক্ষায় কক্সবাজারে জাতীয় সম্মেলন

মোঃ নেজাম উদ্দিনঃ
কক্সবাজারে শুরু হয়েছে পরিবেশ প্রতিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক জাতীয় সম্মেলন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ বেলাও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) এর আয়োজনে
বুধবার (১ডিসেম্বর) সকাল থেকে একটি অভিজাত হোটেল হলরুমে শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান লেঃ কর্নেল ফোরকান আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
সকালে প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী।
শুরুতে কক্সবাজারের পরিবেশ প্রতিবেশ নিয়ে মূল আলোচনা করেন কক্সবাজার চেম্বার অব কমার্স এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।
জাতীয় সম্মেলনে কক্সবাজারে পরিবেশ প্রতিবেশ নিয়ে আলোচনা করা হবে।
সম্মেলনে কক্সবাজারের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.