নির্বাহী প্রকৌশলী আমাকে ডেকে হেনস্থা না করলেও পারতেন- ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

বার্তা পরিবেশকঃ
আমাকে অফিসে ডেকে নিয়ে পিয়ন দিয়ে হেনস্তা করেছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী। বলছিলেন কক্সবাজার ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেন। তিনি আরো বলেন, আমার এলাকার একটি বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে পূর্বে আমার কথা হয়। তিনি আমাকে সোমবার রাতে ডেকে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে অফিসে গেলে নির্বাহী প্রকৌশলী মিটিংয়ের কথা বলে আমাকে বাইরে অফিস সহকারির রুমে বসিয়ে রাখেন। ঘন্টা-দেড়েক বসে থাকার পরও ডাক না পাওয়ায় আমি চলে আসছিলাম। পিয়ন গিয়ে খবরটি দেয়ার পর নির্বাহী প্রকৌশলী আমাকে আবারো ডেকে নিয়ে একই জায়গায় বসান। তখন রাত প্রায় সোয়া ১০টা। মিনিট দশেক পর পিয়ন রুমের ফ্যান-এসি সব বন্ধ করে চলে যান। আমি অপমানিত বোধ করে দোতলা থেকে নিচ তলায় নামার সময় সেই পিয়নকে সামনে পেয়ে বলি, নির্বাহী প্রকৌশলী আমাকে ডেকে এভাবে হেনস্তা না করলেও পারতেন। কথাটি তিনি গিয়ে নির্বাহী প্রকৌশলীকে জানালে তিনি উঠে এসে আমাকে হাত ধরে টেনে আবার উপরে নিতে চান। আমি না গিয়ে বাড়ি ফিরে আসি।
সাদ্দাম আরো জানান, আমি চলে আসার পর রাতে নির্বাহী প্রকৌশলী আমাকে কল করে বলেন- আপনাকে যতেষ্ট সম্মান করার পরও আপনি চলে গেলেন। তখন আমি পিয়ন অফিসে বসিয়ে ফ্যান-এসি বন্ধ করে হেনস্তার বিষয়টি তুলে ধরি। এসবসহ আরো নানা বিষয়ে বাকবিতন্ডা হয়। এনিয়ে নির্বাহী প্রকৌশলী আমার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তোলা দুঃখজনক। আমি কাউকে মুঠোফোনে হত্যার হুমকি দেবো এতটা অবুঝ অন্তত নয়। আমার অবস্থানকালীন সময়টা সিসিটিভি ফুটেজ দেখলে প্রমাণ মিলবে।
ঘটনার সময় ছাত্রলীগ সভাপতি সাথে থাকা একাধিক ছাত্রলীগ নেতা-কর্মীর দাবি, যখন নির্বাহী প্রকৌশলী জেলা সভাপতিকে হাত ধরে উপরে নিতে চেষ্টা করে ব্যর্থ হন তখন পাউবো অফিসের কর্মকর্তা-কর্মচারিরা আওয়ামীলীগ-ছাত্রলীগ নিয়ে নানা বাজে মন্তব্য করেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.