নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিষ্ফোরনে ফরিদুল অালম নামের এক কিশোরের বাম পা বিচ্ছিন্ন।
জাহাঈীর অালম কাজল নাইক্ষ্যংছড়িঃ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিষ্ফোরনে ফরিদুল আলম (১৬)নামে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।সোমবার সন্ধ্যায় ৬টার দিকেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের৪৩ -৪২নং পিলার নিকটবর্তী এলাকায় এঘটনা ঘটে। সে নাইক্ষ্যংছড়ি সদরইউনিয়নের চাকঢালা হামিদিয়া পাড়াবদিরনীরছড়ার ইছা খলিলের ছেলে।ঘটনার পর পর তাকে উদ্ধার করেকক্সবাজার সদর হাসপাতালে প্রেরণকরেছে স্থানীয়রা।নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার ফরিদুল আলম জানান, গৃহপালিত গরু খুঁজতে গিয়ে ওই শিশু মাইন বিষ্ফোরণে তার ডান পায়ের নিচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল বলেন, স্থানীয় ওয়ার্ড মেম্বারে মাধ্যমে খবরটি শুনেছি। আহত শিশুকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করা হয়েছ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.