নাইক্ষ্যংছড়ির সীমান্তে স্থল মাইন বিষ্ফোরণে  আবারো এক রোহিঙ্গা নিহত।

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি থেকেঃ

 পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের বড় ছনখোলা এলাকার আশ্রিত রোহিঙ্গা শিবিরের পাশে ৪৩ নং পিলারের পশ্চিম পাশে জিরো পয়েন্টে  আবারো এক রোহিঙ্গা যুবক স্থল মাইন বিষ্ফোরনে নিহত হয়েছে।

(২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় বড় ছনখোলা রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া মিয়ানমারের ওয়ালিদং এর পুরাতন মাইজ্জা নামক এলাকার মোঃ হোসেনের ছেলে মোঃ নুরুল ইসলাম ২৩ জিরো পয়েন্টে গেলে মিয়ানমারের অভ্যন্তরে এ দূর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।

স্থানীয় মৌলানা শমশুল আলম জানান মঙ্গলবার রাত ৯ টায় স্থল মাইন বিষ্ফোরণে নিহত রোহিঙ্গার যুবকের নামাজে জানাযা শেষে দাফন করা হয়েছে বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.