আবদুর রশিদঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪ হাজার ৮শ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হল উপজেলার সদর ইউপির কলম্বিয়া গ্রামের আবদুর রহমান,(২৫) পিতা আজমত আলী,মোঃ ইউনুছ (২২) পিতা আমির হোসেন সাং একই ইউপির জারুলিয়াছড়ি, মোঃ ইয়াসিন (৩৩) পিতা সরওয়ার সে উখিয়া, ভালুখিয়া জাফর পল্লান পাড়া শুক্রবার (৯ জুলাই ) রাতে উপজেলা সদর ইউপির কম্বনিয়া এলাকায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র ক্যাপ্টেন ওমর মোহাম্মদ খালেদিন হৃদয় এর নেতৃত্বে বিশেষ অভিযানে এ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। আটকের পর তাদের স্বীকারোক্তি মতে পৃথক পৃথক স্থান থেকে ৪ হাজার ৮শ পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল লেঃ শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি সীমাম্ত রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র, কাঠ, চোরাচালান, ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন সন্ত্রাসীদের আটকে ভুমিকা পালন করছে। তিনি বলেন বিজিবি এ ধরনের অভিযান চলমান আছে থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.