মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) :
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ৪৯ দিন পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।
লকডাউনের কারনে দীর্ঘ ৪৯ দিন পর এই রুটে লঞ্চ চলাচল শুরু করেছে ।তবে ঘাট কর্তৃপক্ষ প্রতিটি যাতীদের হাতে পায়ে ভাল করে স্প্রে করে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি যাত্রী লঞ্চে উঠছে। এবং প্রতিটি লঞ্চের যাত্রী নেওয়ার যে ধারন ক্ষমতা রয়েছে তার অর্ধেক যাত্রী নিয়ে ঘাট ছাড়তে দেখা যায়। কিন্তু পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে প্রতিটি লঞ্চে ছিলো যাত্রীদের উপচে পড়া ভির। সামাজিক দুরত্ব বা স্বাস্থ বিধির কোন বালাই নেই।
ফরিদপুর থেকে আগত যাত্রী রুবেল বলেন, লঞ্চে অল্প সময় লাগে নদী পার হতে সে কারনে আমি লঞ্চে যাচ্ছি। জরুরী কাজে আমি মানিকগঞ্জ যাচ্ছি। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে আমি নদী পার হবো।
পাচুরিয়া থেকে আগত যাত্রী পারভীন আক্তার বলেন। আমি সাভার যাচ্ছি আমার বড় বোনের বাসায়। ভাবলাম যে গরম পড়ছে দ্রুত অল্প সময়ের মধ্যে নদী পার হতে হবে সে কারনে আমি লঞ্চে যাচ্ছি।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যলয়ের ট্রফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, দুর পাল্লার বাস চলাচল করায় লঞ্চে যাত্রীদের একটু চাপ রয়েছে। যাত্রীদের সচেতন স্বার্থে পল্টুনে হ্যান্ড মাইকিং করা হচ্ছে। কোন লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে দিচ্ছি না। স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে প্রতিটি লঞ্চে যাত্রী উঠানো হচ্ছে।
লঞ্চে যাত্রী নেওয়ার যে ধারন ক্ষমতা রয়েছে তার অর্ধেক যাত্রী নিয়ে প্রতিটি লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। এই নৌরুটে মোট ১৭টি লঞ্চ চলাচল করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.