স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার শহরে ঢালাই কাজ করতে গিয়ে বিদ্যূৎপৃষ্ট হয়ে মারা গেলেন এক সন্তানের জনক নাছির উদ্দিন (২৭) নামের এক শ্রমিক।
গত বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল সংলগ্ন নির্মাণাধিন ভবনের তৃতীয় তলায় ঢালাই কাজের ব্রাইভেটর মেশিন চালানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়।
পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মৃত্যূ বরণ করেন নাছির।
জানা গেছে,নাছির উদ্দীন (২৭) চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দরগাহপাড়া গ্রামের দুলাল মিয়া মিস্ত্রীর পুত্র।
স্থানীয় বাসিন্দা মহিদু মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেন এবং নিহতের পিতা সাথে স্বাক্ষাত করিয়েন দেন।
নিহতের পিতা দুলাল মিয়া মিস্ত্রী জানান,ঢালাই মাঝি মূছার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।ঘটনার দিন আমার ছেলে ব্রাইভেটর মেশিন চালানোর সময় বিদ্যূপৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে যায়।পরে কর্মরত শ্রমিকেরা তাকে তুলে হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসাকালে আমার ছেলে মারা যান।পরে আইনী জঠিলতা শেষে ঐদিন তাকে দাফন করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.