এম.মনছুর আলম, চকরিয়া :
নির্বাচন কমিশনের ঘোষিত তপসিল মতে চতুর্থ ধাপে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউপি নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ডুলাহাজারা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তরুণ জননেতা কলিম উল্লাহ কলি’র ‘টেলিফোন’ মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারের শো-ডাউনে হাজার হাজার জনতার ঢল নেমেছে। ডুলাহাজারা ইউপি নির্বাচনের ইতিহাসে এ যাবতকালে এত বড় নির্বাচনী শো-ডাউন মিছিল আর দেখেনি বলে স্থানীরা জানায়।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় ডুলাহাজারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডস্থ রিংভং থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কলিম উল্লাহ কলি’র ‘টেলিফোন’ মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারের বিশাল শো-ডাউন মিছিল শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ শেষে ডুলাহাজারা বাজারাস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে হাজার হাজার যুবকসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করে ‘টেলিফোন’ মার্কার পক্ষে নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। মিছিল প্রদক্ষিনকালে সড়কের দুই পাশে শত শত মানুষ কড়তালি ও হাত উঁচিয়ে অভিনন্দন জানান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ‘টেলিফোন’ মার্কার কান্ডারী কলিম উল্লাহ কলিকে।
পরে মিছিলোত্তর এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডুলাহাজারা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কলিম উল্লাহ কলি’র ছোট চাচা জমির হোসেন চৌধুরী ও কলিম উল্লাহ কলি।
টেলিফোন মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কলিম উল্লাহ কলি বলেন, মানুষের ভালোবাসায় ও জনগণের দাবীর প্রেক্ষিতে চোয়ারম্যান প্রার্থী হয়েছি। ডুলাহাজারাবাসী আজকে প্রমাণ করে দিয়েছে আমাকে ও আমার পরিবারকে তারা কি পরিমাণ ভালোবাসে। আমার জীবন দিয়ে হলেও মানুষের এতো ভালবাসা ও ঋন কখনো শোধ করতে পারবো না। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত ডুলাহাজারার মানুষের কল্যাণে তাদের পাশে থাকবো। কোন ধরণের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আমাকে পরাস্থ করতে পারবে না। আমি মৃত্যুর হুমকি ও ভয়ভীতি উপেক্ষা করে জনগণের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত ভোটের মাঠে লড়ে যাবো। এ দেশের মানুষের জন্য আমার দাদা নিজের জীবন দিয়ে গেছেন, আমিও তার মতো মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত।
বক্তব্যে তিনি ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ করে হাজার হাজার জনতার সামনে তুলে ধরেন। পাশাপাশি আসন্ন ২৬ তারিখ ডুলাহাজারা ইউপি নির্বাচনে এতিম সন্তান হিসেবে তার নির্বাচনী প্রতীক টেলিফোন মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ করেন।
এ ছাড়াও তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানায়।
তিনি আরও বলেন, বর্তমানে এলাকাতে অবৈধ টাকার খেলা চলছে এবং সাধারণ ভোটারদেরকে নানা ধরণের হুমকি প্রদর্শন করছে। তিনি ভোটারদের কোন ধরণের ভয় পাওয়ার কারণ নেই বলে আশ্বাস্থ করেন। নির্বাচন হবে শতভাগ সুষ্টু ও শান্তিপূর্ণ। যারা ভোট কেন্দ্রে অশান্তি সৃষ্টি করবে সাথে সাথে তার জবাব দেয়া হবে বলেও তিনি জানান। তিনি সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।##
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.