টেকনাফে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ আটক-২

ইমরান হোসেন, উখিয়াঃ
কক্সবাজারের টেকনাফের সাবরাং নোয়া পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিদেশী ৭২ ক্যান বিয়ার, ১০২ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি মদ ও ৪৯ বোতল গ্র্যান্ড মাস্টার হুইস্কি মদ উদ্ধার করা হয়েছে। এসময় জড়িত দুইজনকে আটক করা হয়। শনিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়া পাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আবদুল শুক্কুর (৪০) ও একই গ্রামের উলা মিয়ার মেয়ে সাহারা খাতুন (৪২)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৯ অক্টোবর) ভোরে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম, এসআই মিল্টন মন্ডল, এসআই হুসাইন,এসআই রাফি, এসআই রোকসানা মোজাফফরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়া পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আটককৃত আসামীদের হেফাজত থেকে বিদেশী ৭২ ক্যান বিয়ার, ১০২ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি মদ ও ৪৯ বোতল গ্র্যান্ড মাস্টার হুইস্কি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.