টেকনাফে নিখোঁজের ৪ দিন পর স্কুল ছাত্রের অর্ধ গলিত লাশ উদ্ধার

 আবদুল্লাহ আল সম্রাট,টেকনাফঃ
টেকনাফে নাফ নদী থেকে মো.শাকিব (১২) নামের এক স্কুল ছাত্রের প্রায় অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোঃ শাকিব কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্র, টেকনাফ হোয়াইক্যং বালুখালী,আমতলী ঘোনার পাড়ার মোহাম্মদ মন্জুর আলমের ছেলে। তিনি গত (শনিবার)১৬ই জুলাই  আছরে পর ঘুরার জন্য বের হয়।পরে শাকিব আর বাসায় ফিরেনি।  না আসার কারনে স্বজনরা সন্ধার পর থেকে তাকে খোজতে বের হয়। অনেক খোজাখুজির পর শাকিবকে পাওয়া যায়নি। চারদিন খোজাখুজির পর তাকে পাওয়া যায়নি। নিখোঁজের ৪ দিন পর মঙ্গলবার বিকেল ৫ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদীর চুলেস গেইট নামক স্থান থেকে শাকিব এর লাশ উদ্ধার করা হয়।
নিহত শাকিব (১২) এর পিতা মোহাম্মদ মন্জুর আলম বলেন,, আমার ছেলে মোঃ শাকিব গত ১৬ই জুলাই বাড়ি থেকে ঘুরতে বের হয়ে আর বাড়িতে ফিরেনি, তার পর সন্ধার পর থেকে আমরা থাকে খুঁজতে বের হয়। অনেক খুজার পর আমার ছেলেকে পাইনি, দীর্ঘ চার দিন খুজার পর, গত ১৯ই জুলাই রোজ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে হোয়াইক্যং নাফ নদীর চুলেস গেইট নামক স্থানে আমার ছেলের ভাসমান লাশ দেখতে পায়,পরে আমরা পুলিশ কে খবর দিই। ছেলে কিভাবে মারা গেছে তা আমরা এখনো জানি না।
হোয়াইক্যং পুলিশ ফাড়িঁর এস আই মুজিবুর রহমান বলেন,নিহত শাকিবের পিতা মন্জুর আলম টেকনাফ থানায় গত ১৮ই জুলাই লিখিত জিডি করেন,ছেলেটি উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে গেছি, গত ১৯ ই জুলাই বিকাল ৫টার দিকে হোয়াইক্যং বাজারের পূর্ব পাশে নাফ নদীর চুলেস গেইট নামক স্থানে লাশটি ভাসমান অবস্থায় ছিল, আমাদের খবর দিলে আমরা ছুটে যায়, পরে ভাসমান অর্ধগলিত স্কুল ছাত্রের লাশটি উদ্ধার করি। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.