টেকনাফে ওয়ারেন্টভুক্ত আসামী মনির গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ
টেকনাফ থানায় ওয়ারেন্টভুক্ত আসামী মনির আহমদ(৩৮) পিতা মৃত নুর আহমদ বাইন্যা ছড়া, বাহারছড়া টেকনাফ, গ্রেফতার করছে টেকনাফ থানা পুলিশ। ঘটনায় জানা যায় গত ১৩ই ফ্রেব্রুয়ারী সকাল আনুমানিক ৯. ৩০ মিনিটের সময় আসামী মনির আহমদের বড় ভাই আবুল মনছুর এর স্ত্রী ছেনুয়ারা বেগম(৩৮) এর সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আসামী মনির আহমদ
ও তার স্ত্রী খালেদা বেগম(২৬) ধরালো কিরিচ ও লোহার রড় দিয়ে ছেনুয়ারা বেগম এর উপর হামলা করে এবং এলোপাতাড়ি মারতে থাকে এতে ছেনুয়ারা বেগম মাথায় জখম হাতে পায়ে কুপ লাগে এবং গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মনির ও তার স্ত্রী ছেনুয়ারা বেগম এর গলায় থাকা স্বর্ণের চেইন ও হাতে থাকা মোবাইল নিয়ে ঘটনাস্হল হতে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়, এদিকে ছেনুয়ারা বেগম এর এহেন অব্স্হা শুনে তার স্বামী আবুল মনছুর ছুটে এসে ক্ক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে, প্রতিবেদক ছেনুয়ারা বেগম এর স্বামী আবুল মনছুর এর কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মনির আমার ভাই হলেও সে সন্ত্রাসী প্রকৃতির সব সময় কোন না কোন ঘটনা করে বসে ঘটনার সময় আমার কাজে আমি বাইরে ছিলাম এতে মনির ও তার স্ত্রী সুযোগ বুঝে আমার স্ত্রীর উপর হামলা করে, পরে ১৪ই ফ্রেব্রুয়ারী আমি নিজে বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করি যার মামলা নং ৪৬/
১৪/০২/২০১৭ এই মামলায় মনির গ্রেফতার হয়েছে।
সে মুলত টেকনাফের বিভিন্ন্ অপরাধের সাথে জড়িত,
এদিকে ছেনুয়ারা বেগম জানান আমাকে বিনা কারনে জানের উপরর হামলা করেছে, আমার অলংকার সহ বিভিন্ন্ মুল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়েছে,। আমি তার শাস্তি দাবি করছি,

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.