জেনে রাখুন বৃহস্পতিবার শহরের যেসব পয়েন্টে বিদ্যুৎ থাকবে না

মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক খুটি ও লাইন সরানো ও জরুরি মেরামত করায় আজ ২৩ জুন (বৃহস্পতিবার) কক্সবাজার শহরের বেশ কয়েকটি পয়েন্টে সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবেনা বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ কক্সবাজার। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিতরণ বিভাগ কক্সবাজার আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। কক্সবাজার বিতরণ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্থানান্তর কাজ এবং জনুরী মেরামত ও রক্ষনাবেক্ষন সহ গাছপালার শাখা প্রশাখা কর্তন কাজের স্বার্থে বিতরণ বিভাগ, বিউবো, কক্সবাজার দপ্তরের ১১ কেভি ডিএস-৪, ডিএস-৫ এবং রেলওয়ে ফিডারের আওতাধীন সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পার্শ, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, টেকপাড়া, টেকপাড়া চৌমুহনী, টেকপাড়া পুকুর পাড়, পুরাতন কমার্স কলেজ রোড, হাঙ্গর পাড়া, উত্তর রুমালিয়ার ছড়া, উত্তর তারাবনিয়ার ছড়া, পেশকার পাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড়মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট সংলগ্ন, নাফ কুঞ্জ পাড়া, উত্তর দিক্কুল, উত্তর হাজী পাড়া, উত্তর জানারঘোনা, লিংক রোডের উত্তর পার্শ্ব এবং রাবার ড্যাম এলাকা সহ তৎসংলগ্ন এলাকায় বৃহষ্পতিবার ২৩ জুন ( বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। কাজ শেষ হলেই নির্ধারিত সময়ের পূর্বে লাইন চালু করা হবে বলে জানান বিউবো। সকলের সহযোগিতা কামনা করেছেন বিউবো কক্সবাজার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্থানান্তর কাজ এবং জরুরী মেরামত ও রক্ষনাবেক্ষন কাজ সম্পন্ন করা সম্ভব না হলে পরবর্তীতে কাজের সময় নোটিশ এর মাধ্যমে জানানো হবে বলে জানান।

 

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.