চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন মেয়র মাহবু, ভারপ্রাপ্ত মেয়র সেতু

নিজস্ব প্রতিবেদক
চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। ৭ ডিসেম্বর তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি অবস্থান করবেন বলে জানা গেছে। তাঁর অনুপস্থিতিতে আগামী ১০ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র—১ সালাউদ্দিন সেতু। এ জন্য তাঁকে দাপ্তরিক কাজ সমূহ বুঝিয়ে দেওয়া দেন মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
এ বিষয়ে প্যানেল মেয়র—১ সালাউদ্দিন সেতু বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথা পালন করার চেষ্টা করবো। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।
কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। যাতে চিকিৎসা শেষে সুস্থভাবে আবারো ফিরে এসে আপনাদের খাদেম হিসেবে সেবা করতে পারি।
  1. xiWvnBDcsOUAp বলেছেন

    ncdbxErUmeRQDLg

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.