চাঁদা না পাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হাজীপাড়াতে গৃহবধূর উপর হামলার অভিযোগ

বার্তা পরিবেশকঃ
কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ড়ের নুরুল আবছারের স্ত্রী রাজিদা বেগমের (৩৮) উপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টার সময় এই হামলা হয় বলে জানা য়ায়। বর্তমানে রাজিদা বেগম কক্সবাজার সদর হাসপালে চিকিৎসাধিন আছে বলে জানা গেছে । হামলাকারিরা হলেন,একই এলাকার মাঈন উদ্দিন(৩৫) তার ভাই জসিম ও জাফর প্রকাশ পান বিক্রেতা জাফর এর ছেলে মাহমুদুল হক ও ইদ্রিসসহ এলাকার আরো কয়েয়কজন মিলে রাজিদা বেগমকে হামলা করেছে এমনটা জানিয়েছেন। জানা যায়, রাজিদা বেগম দীর্ঘদিন যাবত ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়া এলাকায় বসবাস করে আসছিল । হঠ্যাৎ এলাকার কিছু মানুষ তার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আর তা না দেওয়ার কারণে গত কাল রাতে বাড়িতে ডুকে তার উপর হামলা করেছে বলে জানান রাজিদা।

আহত রাজিদা বেগম জানান, বেশ কয়েক দিন ধরে এলাকার জাফর প্রকাশ পান বিক্রেতা জাফর এর ছেলে মাহমুদুল হক ও ইদ্রিস, মাঈন উদ্দিন(৩৫) তার ভাই জসিম আরো কয়েকজন মিলে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার স্বামী ও আমাকে গুরুতর আহত করেছে।প্রথমে তারা আমার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। এর পর বাড়ির বাউন্ডারিতে ডুকে বিদ্যুৎ মিটার ভেঙ্গে ফেলে। পরে তারা  আমার বাড়িঘর ভাংচুর করে ও আমাকে জানে মেরে ফেলার জন্য হামলা চালালে আমার মেয়ে ৯৯৯ ফোন করলে পুলিশ আসার পর তারা পালিয়ে যায়।
রাজিদা বেগমের ছেলে রিয়াজ উদ্দিন জানান, বেশ কিছুদিন যাবত বাড়িতে কিছু কুচক্রিমহল আমাদের বাড়িতে ঢিল ছুড়ছিল কেন তারা ঢিল ছুড়ছিল তা আমার মা জানে ।

গত শুক্রবার নাহিদ নামের এক ছেলের কাছে ঢিল কেন মারছিল জানতে চাইলে আমাকে তারা উল্টো মারধর করে পরে রাতে আমাদেও বাড়িতে হামলা করে আমার মা বোনদের আহত করেছে।
আহত রাজিদার আরেক ছেলে মোঃ কায়সার জানান, আমি রাতে এসে দেখি আমার মায়ের উপর হামরা করেছে এলাকার কিছু সন্ত্রাসী। প্রথমে তারা আমার মায়ের কাছে চাঁদা দাবি করেছিল । তা না দেওয়ার কারনে বাড়িতে এসে হামলা চালিয়েছে। তারা চায় আমাদের বাড়িঘর দখল করার জন্য ।
রাজিদার মেয়ে শামিমা ইয়াসমিন জানান, এলাকার কিছু মানুষ আমার মায়ের কাছ থেকে চাঁদা দাবি করেছিল তা না দেওয়ায় গত কয়েক মাস যাবত আমি মাদ্রাসা যাওয়ার সময় এলাকার কিছু উঠতি বয়সি ছেলেরা আমাকে বিভিন্ন ধরনের কথা বলে ইভটিজিং করছিল। যার কারনে আমি ১০ শ্রেণীর টেষ্ট পরীক্ষা দিতে পারি নাই । গত শুক্রবার রাতে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমার মাকে গুরুতর আহত করে। পরে আমি ৯৯৯ ফোন কররে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা ফাতেমা জানান,গত শুক্রবার রাজিদার উপর বর্রব হামলা চালিয়েছে। তার ঘরে ইট পাঠকেল নিক্ষেপ করেছে এলাকার কিছু মানুষ। পরে বাড়িতে হামলা চালায়। অবশ্যই এর বিচার হওয়া দরকার।
রাজিদার স্বামী নুরুল আবছার জানান,এলাকার কিছু সন্ত্রাসী জসিম , মাঈনুদ্দিন, নুরুল আলম, ও হাবিব বাড়ির দেওয়াল টপকিয়ে বাড়িতে ডুকে আমাকে ধারালো অস্ত্র ধারা আক্রমন করে।তারা দরজা ও বাড়ির বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে যারফলে বাড়িতে বেশ ক্ষতিসাধন হয়েছে।তারা আমাদের কাছে বেশ কয়েকদিন যাবত চাঁদা চাইছিল তা না দেওয়ার কারণে বাড়িতে এসে হামলা চালায় । এতে আমরা দুজনই গুরুতর আহত হই। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন আছি।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড়ের সদস্য মিজান সিকদার জানান,আমি ঘটনা সম্পর্কে জানতে পেরে রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রাজিদাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এমন হয়েছে তদন্ত করে বিচার ব্যবস্থা করা হবে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.