চকরিয়া থেকে বিলুপ্ত প্রায় গর্জন কাঠ ভর্তি ট্রাক আটক

কক্সবাজার উত্তর বনবিভাগ

# প্রায় ৩শ ঘনফুট কাঠ আটক# ৩দিনেই ৬টি ট্রাক আটক হলো# গর্জন কাঠ এখন প্রায় বিলুপ্ত

মোঃ নেজাম উদ্দিনঃ

আবারও বনবিভাগের অভিযানে দেশের প্রাচীন ও বিলুপ্ত প্রায় গর্জন গাছ ভর্তি একটি ট্রাক আটক করেছে।
রবিবার (৯ এপ্রিল) কক্সবাজার উত্তর বনবিভাগের
শহর রেঞ্জ কর্মকর্তা ও বি‌শেষ টহল দ‌লের ও‌সি মোঃ মনিরুজ্জামান সুমনের নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ চক‌রিয়া মাতামুহুরী ব্রিজ এলাকায় থেকে অ‌বৈধভা‌বে প‌রিবা‌হনকালে আনুমা‌নিক ৩শ ঘনফুট গোল গর্জন কাঠ ভ‌র্তি ১টি ট্রাক আটক করে অ‌ফিস হেফাজ‌তে আনা হয়েছে তবে এই পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানা যায়।

বনবিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় কিছু বনখেকো প্রাচীনতম গর্জন কাঠ কেটে দেশের বিভিন্ন জায়গায় পাচার করার জন্য ট্রাক ভর্তি করেছিল। ঠিক সেই মূহুর্তে কক্সবাজার বনবিভাগে খবর আসলে তাৎখনিক একটি টিম ঘটনাস্থলে গেলে গাড়ি ভর্তি গর্জন কাঠ দেখতে পায়। এদিকে বনবিভাগের কর্মকর্তা ও ফোর্স দেখে স্থানীয় বনখেকোরা পালিয়ে যায়।

রেঞ্জ কর্মকর্তা,শহর রেঞ্জ ও স্পেশাল টি‌মের ও‌সি মোঃ ম‌নিরুজ্জামান জানান, আমি এখানে এসেছি বেশিদিন হয়নি।সম্প্রতি বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বালি ভর্তি ট্রাকসহ বালুখেকোদের আটক করেছি। আমি যতক্ষণ আছি যারা বন ও পরিবেশ ধ্বংস করার পায়তারা করছে তাদের বিরুদ্ধে আমার অভিযান চলমান থাকবে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের নিয়মিত টহল জোরদার করা হয়েছে । অবৈধভাবে পাহাড়ি মাটি,বালি ও কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সরকারি সম্পদ রক্ষার্থে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য কয়েদিন আগেও অভিযানে ৫টি বালি ও কাঠভর্তি ট্রাক আটক করে শহর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সুমন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.