জাহাঙ্গীর আলম কাজলঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ টহল দলের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি রোহিঙ্গা আটক হয়েছে।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৫ টায় টিভি রিলে উপকেন্দ্রের বিপরীতে ইয়াহিয়া গার্ডেন নামক স্থান থেকে সন্দেহভাজন আটক ব্যক্তির দেহ তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।ধৃত রহমত উল্লাহ (১৮)উখিয়ার থাইংখালী ১৪ নং হাকিম পাড়া ক্যাম্পের লালুর ছেলে।
এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.