মোজাম্মেল হক, গোয়ালন্দঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাত হাজার ছাত্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার(১২ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে কে কে এস রিলাকস প্রকল্প এর আয়োজনে সেভ দ্য চিলড্রেনের সহ যোগিতায় কে কে এস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্তরে
১৮টি প্রাথমিক বিদ্যালয়ের সাত হাজার ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় কর্মজীবী কল্যান সংস্থা( কে কে এস) এর নিবার্হী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে সহকারী প্রজেক্ট অফিসার সাবিনা ইয়াসমিন পুতুলের সঞ্চচালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজিজুল হক খান, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, অফিসার ইনর্চাজ স্বপন কুমার মজুমদার,মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস পারভীন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.