গর্জনিয়ার প্রবীণ শিক্ষক মাওলানা মোহাম্মদ  ইসলাম ইন্তেকাল 

বার্তা পরিবেশকঃ

রামু উপজেলার গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা ইসলাম (৬৪) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (১১জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১২ জুলাই) সকাল ১১টায় স্থানীয় মাঝিরকাটা জানাজা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মাওলানা ইসলাম গর্জনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝিরকাটার বাসিন্দা। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

মৃত্যুর খবর জানিয়েছেন ছেলে একেএম সরওয়ার কামাল।

মাওলানা ইসলাম গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক। দীর্ঘদিন অবৈতনিক শিক্ষকতা করেছেন। এলাকার শিক্ষার মান উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।

এদিকে, প্রবীণ মুরব্বী মাওলানা ইসলামের মৃত্যুেত গভীর শোক প্রকাশ করেছেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.