বার্তা পরিবেশকঃ
গর্জনিয়াতে শাহ বদর আউলিয়া হেফজখানা ও এতিমখানার উদ্যোগে হেফজখানার ছাত্রদের পরিবারসহ ৬০পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। ১২ জুলাই (মঙ্গলবার) বিকালে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড়েও জুমছড়ি মরিচ্যাচর গ্রামের হাফেজখানা মাঠে রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কুরবানির মাংস প্রদান করা হয়। মাংস প্রদানকালে উপস্থিত ছিলেন, গর্জনিয়াতে শাহ বদর আউলিয়া হেফজখানা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল কবির,মরিচ্যাচর সমাজ কমিটির র্সদার মোঃ ইউনুস।
গর্জনিয়াতে শাহ বদর আউলিয়া হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা দৈনিক খোলা কাগজের কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ নেজাম উদ্দিন জানান, মরিচ্যাচর রামু উপজেলার প্রত্যান্ত একটি অঞ্চল। এখানে শিক্ষিতের হার যেমন কম তেমনি গরীব অসহায় রয়েছে। এই কুরবানে গ্রামের ১১০ পরিবার থেকে মাত্র কয়েকটি পরিবার কুরবান করেছে। যা মাংস পর্যাপ্ত নয়। ঠিক এই সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার আন্তরিকতায় এখানকার অসহায় পরিবারের হাতে কুরবানি ঈদের মাংস হাতে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে ধন্যবাদ জানাচ্ছি গ্রামবাসির পক্ষ থেকে।
মরিচ্যাচর গ্রাম সর্দার মোঃ ইউনুস জানান, আমাদের এলাকার সন্তান সাংবাদিক নেজাম উদ্দিনের প্রচেষ্টায় রামু উপজেলা প্রশাসন থেকে আজকে ৬০ পরিবারের কাছে কুরবানির মাংস পৌছে দিতে পেরেছি। আমার ছোটভাই নেজাম এই হেফজখানা প্রতিষ্ঠা করেছিল বলেই আল্লাহর রহমতে আজকে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি।
গর্জনিয়াতে শাহ বদর আউলিয়া হেফজখানা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল কবির জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমের কুরবানের আরো আজকে প্রতিটি ঘরে ঘরে। আমি মনে করি যদি এমন প্রতিষ্ঠান প্রতিটি এলাকায় হয় তবে কুরআন শিক্ষায় শিশুকাল থেকে পারদর্শী হবে এলাকার মুসলমানগণ।
ওামু উপজেরা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, আমি এই রামু উপজেলার নির্বাহীর দায়িত্বে যতদিন আছি প্রত্যান্ত অঞ্চলের খবর আমার রয়েছে। কোথায় কি দরকার সব আমার জানা আছে। এই মরিচ্যাচর গ্রামের মানুষ অত্যান্ত সহজ সরল মনের । তারা অসহায় । এই কুরবানির দিনের অনেকের মাংস খাওয়ার সামর্থ নেই । তাই আমি কিছু মাংস তাদেও জন্য বরাদ্ধ করেছি। মরিচ্যাচর জামে সমসজিদে শৌচাগার ও টয়লেট নেই বলে জানতে পেরেছি। শীগ্রউ তা ব্যবস্থা করবো আশা করছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.