গর্জনিয়াতে অবৈধ অস্ত্র, কার্তুজ ও বিষ্ফোরক উদ্ধার

মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজারের রামু উপজেলায়র গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে বিপুল পরিমান দেশীয অস্ত্র, কার্তুজ ৩ রাউন্ড এবং বিষ্ফোরক উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ির বিজিবি সদস্যরা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র ধারাবাহিক অভিযানে সোমবার দিবাগত রাত (৬ জুলাই) ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল জাকির হোসেন এর বাড়ির পশ্চিম পার্শ্বে কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির ক্যাপ্টেন ওমর মুহাম্মদ খালেদিন হৃদয় এর নেতৃত্বে বিজিবি জোয়ানরা ঐস্থানে অভিযান পরিচালনা করে একটি পাহাড়ি এলাকা থেকে দেশীয় তৈরি এলজি বন্দুক ১টি, পিস্তল ১টি (এলজি), বন্দুকের কার্তুজ ৩ রাউন্ড এবং বিষ্ফোরক (দেশীয়)৩ কেজি ২০০ গ্রাম উদ্ধার করা হয়।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়।উদ্ধারকৃত অস্ত্র ও বিষ্ফোরক রামু থানায় হস্তান্তর করে আইনগত

ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ জানান, কারা এই অস্ত্র বহন করছে এবং কেন তা আমরা বের করবো, তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.