কাল কক্সবাজার শহরের যেসব পয়েন্টে বিদ্যুৎ থাকবে না

মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক খুটি ও লাইন সরানো ও জরুরি মেরামত করায় আজ ২২ জুন (বুধবার) কক্সবাজার শহরের বেশ কয়েকটি পয়েন্টে সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবেনা বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ কক্সবাজার। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিতরণ বিভাগ কক্সবাজার আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। কক্সবাজার বিতরণ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্থানান্তর কাজ এবং জরুরী মেরামত ও রক্ষনাবেক্ষন সহ কাজের স্বার্থে বিতরণ বিভাগ, বিউবো, কক্সবাজার দপ্তরের ১১ কেভি লোকাল-০৩ এবং এয়ারর্পোট ফিডারের আওতাধীন হলিডে মোড় হইতে লাবনী মোড় পর্যন্ত, ছাতা মার্কেট, ট্যুরিস্ট পুলিশ অফিস, হোটেল কল্লোল, লাবনী মোড় হইতে পাসপোর্ট অফিস, বি এস টি আই অফিস, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অফিস, এয়ারপোর্ট সহ তৎসংলগ্ন এলাকায় ২২ জুন (বুধবার), সকাল সাতটা থেকে চারটা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। কাজ শেষ হলেই নির্ধারিত সময়ের পূর্বে লাইন চালু করা হবে বলে জানান। সকলের সহযোগিতা কামনা করেছেন বিউবো কক্সবাজার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্থানান্তর কাজ এবং জরুরী মেরামত ও রক্ষনাবেক্ষন কাজ সম্পন্ন করা সম্ভব না হলে পরবর্তীতে কাজের সময় নোটিশ এর মাধ্যমে জানানো হবে বলে জানান।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.