(মহেশখালী প্রতিনিধি) []
মহেশখালীর কালারমারছড়ার ফকিরজোম পাড়ার অ্যাসিড নিক্ষেপকারি হাকিম আলী, ওসমান গনি ও রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং গণমাধ্যমকর্মীদের বিব্রতকর তথ্য দিয়ে উল্টো হয়রানিমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর পায়তারা করার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রতিপক্ষের অ্যাসিড নিক্ষেপে অ্যাসিডদগ্ধ পরিবার ও এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় কালারমারছড়া-গোরকঘাটা সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকাবাসীরা, অবিলম্বে অ্যাসিড সন্ত্রাস গ্রেফতার তিন আসামির শাস্তি ও হয়রানিমূলক মামলা করার পরিকল্পনাকারী নুরুল আবছারকে গ্রেফতার করার জোর দাবি জানান। আয়োজিত মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, “আমরা নিরাপদ ফকিরজোম পাড়া চাই, অ্যাসিড নিক্ষেপকারী তিন আসামির দৃষ্টান্তমূলক শাস্তির সাথে ফাঁসি চাই”। পাশাপাশি অ্যাসিড নিক্ষেপকারীরা অ্যাসিডদগ্ধদের মিথ্যে মামলায় ফাঁসানোর যে পায়তারা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাই। সমাজের সবাইকে নাগরিক দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। এসময় পুলিশ প্রশাসনকে অ্যাসিড হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার জন্য ধন্যবাদ জানান।
এ ঘটনার ও দ্রুত বিচার দাবিও করেন তারা। অ্যাসিডদগ্ধ মনু মিয়ার ছেলে কক্সবাজার সরকারি কলেজের ছাত্র মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসার প্রভাষক মনজুর আলম, রুহুল আমিন, মোস্তাক আহমদ, দিলোয়ারা বেগম, রিনা ও নুরুন নাহার বেগম প্রমুখ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন শতশত এলাকাবাসী। উল্লেখ্য: গত ১৫ এপ্রিল (শুক্রবার) জমি সংক্রান্ত বিরোধের জেরে কালারমারছড়ার ফকিরজোম পাড়া নুরুল আমিনের মুদির দোকানের সামনে জৈনক হাকিম আলী, ওসমান গনি ও রাসেল-সহ একদল অ্যাসিড সন্ত্রাস মনু মিয়া, আজগর আলী, আব্দুল্লাহ ও স্কুল পড়ুয়া ছাত্রী ওয়াফা মনিকে অ্যাসিড ছুঁড়ে ঝলসে দেয়। এ সময় তাদের মুখমণ্ডল ও সারা শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাদের মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসার অবনতি দেখলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণ করেন। পরদিন ১৬ এপ্রিল (শনিবার) সেখান থেকেও চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গত শুক্রবার সকাল ১১টার ঘটনায় স্থানীয় হাকিম আলী, ওসমান গনি ও মোঃ রাসেল নামের তিন আসামীকে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.