মোঃ নেজাম উদ্দিনঃ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল মোটেল জোন ও রেস্তোরাঁ সমূহে জেলা প্রশাসন ও রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন রকমের ডিসকাউন্ট অফার ঘোষণা করা হলেও কক্সবাজারের কলাতলী এলাকার কাচ্ছি ডাইন রেস্তোরাঁয় তা মানছেনা বলে অভিয়োগ এসেছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২.৫৮ মিনিটে স্থানীয় এক পর্যটক কাচ্ছি ডাইন রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর বিল দিতে গেলে ৭দিন ব্যাপী বিশ্ব পর্যটন দিবসের অপার অনুযায়ী ডিসকাউন্ট এর কথা বলা হলে দায়িত্বরত ক্যাশিয়ার রাকিব ডিসকাউন্ট অফার সম্পর্কে জানেন না বলে জানান পর্যটককে।
স্থানীয় পর্যটক আবছার কবির আকাশ জানান, আজকে দুপুরে খাবার খেয়ে বিল দিতে গিয়ে দেখি ঘোষিত কোন ডিসকাউন্ট তারা দিচ্ছে না। এব্যাপাবে তাদের কাছে জানতে চাইলে তারা এখনো এই ডিসকাউন্ট সম্পর্কে জানেন না বলে জানান আমাকে।
এদিকে প্রতিবেদক বিলে থাকা মোবাইল নাম্বারে কল করলে ক্যাশিয়ার পরিচয় দানকারি রাকিব নামের জৈনক ব্যক্তি জানান, গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিইনি। আজকে (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে আমরা জেলা প্রশাসন ঘোষিত অফার চালু করেছি। বর্তমানে আমরা ১৫% ডিসকাউন্টে খাবার বিক্রয় করছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.