ওয়ান নিউজ ডেক্সঃ
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ মিরপুর গ্রামে মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় দেন। রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহ মিরপুর জমাদারপাড়ার মো. আজম, ফারুক প্রকাশ আশিক, আলী আজগর প্রকাশ হৃদয়, মো. ওমর উদ্দীন, শওকত হোসেন প্রকাশ শাহনুর, এসএম আশরাফুল আলম সুমন ও মো. পারভেজ। এদের মধ্যে এসএম আশরাফুল আলম সুমন ও মো. পারভেজ পলাতক বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহ মিরপুর গ্রামের যুবক মামুনুর রশিদ প্রকাশ সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এসময় আবদুল আজিজ (২৩) নামের আরেক যুবক আহত হন।
নিহত মামুন ওই এলাকার আবু তাহেরের ছেলে। ঘটনার একদিন পর মামুনের বড়ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, মাদকের বিরোধিতা ও আধিপত্য বিস্তারের জেরে নিজ সংগঠনের প্রতিপক্ষের হাতে মামুন খুন হন। মামলায় ২০১৯ সালের ১১ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২১ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। বিচারকালে ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান বলেন, মামুনুর রশিদ প্রকাশ সাগর হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি বলেন, খুন হওয়া মামুনের সঙ্গে আসামিদের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। মাদকের বিরোধিতা করায় মামুনকে আসামিরা টার্গেট করেছিলেন। মামলার বিচারে সাক্ষীদের সাক্ষ্যে পুরো বিষয় উঠে এসেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.