বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের একাধিক মামলার আসামি রাসেলকে গ্রেফতার করেছে গর্জুনিয়া পুলিশ ফাঁড়ি।
রবিবার( ২৩ই জুলাই) গর্জনিয়া – কচ্ছপিয়া উত্তর টেকপাড়ায় গর্জনিয়া পুলিশের টিম সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
গ্রেফতারকৃত রাসেল (২৭)কচ্ছপিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে ।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ রানার নেতৃত্বে এস আই মোজাম্মেল এস আই শরীফ সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায় ।
একাধিক মামলার আসামি রাসেল কক্সবাজার জেলার রামুর কচ্ছপিয়ার এক আতংকের নাম বলে বেশ আলোচনায় ছিলেন। দীর্ঘদিন রাসেলকে ধরতে গর্জনিয়া পুলিশ ফাড়িঁ একাধিকবার চেষ্টা করছিলেন বলে জানান গর্জনিয়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোঃ মাসুদ রানা। রাসেলের বিরুদ্ধে বর্তমানে ২টি ওয়ারেন্ট রয়েছে বলে নিশ্চিত করেছেন গর্জনিয়া পুলিশ। তার বিরুদ্ধে মামলাগুলো হলোঃ
০১। কক্সবাজার এর রামু থানার এফআইআর নং-৮০/৪৮৪, তারিখ- ২৮ আগস্ট, ২০২১ সময় : – ১৪.১৫ ঘটিকা ধারা- 19a/19 (f) ১৮৭৮ সালের অস্ত্র আইন;
০২। কক্সবাজার এর রামু থানার এফআইআর নং-৩০/২৮৪, তারিখ- ১৪ জুন, ২০২১; সময় – ২১.৩০ ঘটিকা ধারা- ১১ (গ)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩;
০৩। কক্সবাজার এর রামু থানার এফআইআর নং-১৩/১৪২, তারিখ- ১০ মে, ২০১৯; সময় : – ০০.৩০ ঘটিকা ধারা- ১৪৩/৩৫২/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০;
০৪। কক্সবাজার এর রামু থানার এফআইআর নং-১৭, তারিখ- ১০ মে, ২০২৩; জি আর নং-২১৩, তারিখ- ১০ মে, ২০২৩; সময় – ০৮.১০ ঘটিকা। ধারা- 143/186/332/333/353/307/427/506(2)/34
এদিকে স্থানীয়রা জানান,এ এলাকা ও পাশের ইউনিয়ন গর্জনিয়া এবং নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন সময় তার দলবল সহ রাতের বেলায় প্রায় সময় অস্ত্রের মহড়ায় গরু, ইয়াবা ও স্বর্ণ পাচার করতেন বলে জানা গেছে। সন্ত্রাসী রাসেলের গ্রেপ্তারের গর্জনিয়া – কচ্ছপিয়ায় সর্বত্রই গর্জনিয়া পুলিশের প্রসংশা করছেন এখানকার বাসিন্দারা।
রাসেলের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, সে দীর্ঘ দিন পাহাড়ি গহীন অরন্যে পলাতক ছিল। কক্সবাজার জেলার পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা তাকে গ্রেফতার করেছি। পাহাড়ি এলাকায় কোন প্রকার সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ, দালাল, চোর বাটপার, ডাকাত, ছিনতাইকারীদের ঠাই নাই।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.