কক্সবাজার বিভিন্ন কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার জেলার আওতাধীন বিভিন্ন কলেজে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করেছে  ছাত্রলীগ।

বুধবার দেশের সকল কলেজের শিক্ষা কার্যক্রম খুলে দিলে কক্সবাজারের অন্তর্গত কক্সবাজার সরকারি কলেজ, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, রামু সরকারি কলেজ, মহেশখালী কলেজ, চকরিয়া কলেজ সহ বিভিন্ন কলেজে ক্লাস করতে আসা শিক্ষার্থীদের কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্প, মাস্ক ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।

ক্যাম্পাসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে কলেজের প্রবেশপথে দাঁড়িয়ে স্বাগত জানানো হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ফুল, মাস্ক ও কলম তুলে দেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন জানান, “বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের অধিকার আদায় ও আগামীর স্বশিক্ষিত দেশ গঠনে তরূণ নেতৃত্ব তৈরির জন্য কাজ করে। তাই কলেজে নবাগত নবীনদের ফুল দিয়ে বরণ করে নিয়ে বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের যে রাজনৈতিক চর্চা ও সৌন্দর্য সেটি শিক্ষার্থীদের জানান দিতে এই উদ্যোগ।”

এসময় তিনি আরো জানান, “ছাত্রলীগ মেধাবী শিক্ষার্থীদের সংগঠন। জেলার প্রতিটি কলেজের অসহায় গরীব শিক্ষার্থীদের জরিপের মাধ্যমে যাচাই করে তাদের শিক্ষা সামগ্রী নিশ্চিত করবে ছাত্রলীগ।”

ছাত্রলীগের নবীন বরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতিটি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা।

এবিষয়ে উখিয়া কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থী হাসনাত জানান, “কলেজের প্রথমদিন এসে ছাত্রলীগের পক্ষ থেকে ফুল, মাস্ক ও কলম পেয়ে অনেক খুশি হয়েছি এবং ছাত্রলীগের বড় ভাইদের থেকে বিভিন্ন শিক্ষামূলক গুরুত্বপূর্ণ সহায়তা পেয়ে আমরা আনন্দিত।”

এদিকে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন বলেন, “কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ভাইয়ের নির্দেশক্রমে আমরা প্রতিদিনই বিভিন্ন শিক্ষার্থীদের অধিকার-অনুরোধ, ভর্তিসংক্রান্ত নানা জটিলতা সমাধান ও ক্যাম্পাসে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে বাস্তবায়ন করতে আমরা কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সদা প্রস্তুত।”

ছাত্রলীগের নবীন বরণের বিষয়ে রামু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হক জানান, “দেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নবাগত শিক্ষার্থীদেরকে কলেজে বরণ করে ক্যাম্পাসকে ফুলে ফুলে সাজিয়ে ও জয় বাংলার স্লোগানে মুখরিত করেছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। আমি জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন সহ সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।”

ছাত্রলীগের পক্ষ থেকে নবাগত নবীনদের বরণ সহ এইধরণের উদ্যোগ জেলার সকল ছাত্রসমাজকে ছাত্ররাজনীতিতে আরো অনুপ্রেরণা যোগাবে বলে মত অভিভাবকদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.