মো.নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
কক্সবাজারের নতুন রেলপথে ৩দিনের মাথায় দুইজন নিহত হয়েছে। ঈদগাঁওর ইসলামপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার (৩৯) নামের এক কৃষক ট্রেনে কাটা পড়েছে। কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। বুধবার (১০ জানুয়ারি) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন সৈয়দ আনছার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আবদু সাত্তার ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তিনি আরো জানান, মঙ্গলবার রাতে ঘটনাস্থল সংলগ্ন তার ধান ক্ষেতে পানি সেচ দিতে ঘর থেকে বের হয়েছিল আব্দুর সাত্তার। নিহত কৃষক চার সন্তানের জনক। স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহের খন্ডিত অংশটুকু নিয়ে যায়।
এর আগে গত ৭ জানুয়ারী রামুতে ভোট দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা আলী আহমদ (৮২) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল পাড়া গ্রামের বাসিন্দা। উত্তর মিঠাছড়ি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে জুলফিকার আলী ভূট্টো জানান, তার বাবা উত্তর মিঠাছড়ি ভোট কেন্দ্রে থেকে বেলা ১২টায় ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, রেলওয়ে পুলিশ বিষয়টি দেখভাল করছে, থানা পুলিশকে এখনো কিছু অবগত করেনি। পরিবারের পক্ষে মামলা, অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।
১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:২৩
পরের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.