প্রেস বিজ্ঞপ্তিঃ
বিশ্বের বুকে আন্তর্জাতিক পরিমন্ডলে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কক্সবাজার জেলার গুরুত্ব। পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান, দীর্ঘতম সমুদ্রসৈকত সহ নানা কারণে আলোচনা সমালোচনায় রয়েছে এই জেলা। বিশ্বেবাসীর কাছে কক্সবাজার জেলাকে আরও বেশি তথ্যবহুল ভাবে প্রচার করতে কাজ করে যাচ্ছেন এক ঝাঁক মেধাবী ও বিচক্ষণ সাংবাদিক। এরই প্রেক্ষিতে এসকল সাংবাদিকদের স্বার্থ ও অধিকার সুরক্ষার জন্য কক্সবাজার জেলা অনলাইন প্রেসক্লাব নামে একটি সংগঠনের আত্ম প্রকাশ করেছে।
১৭ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় কক্সবাজার কেন্দ্রীয় মসজিদ সংলঘ্ন নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভা থেকে সকল সদস্যের মতামত ও সম্মতিতে সংগঠনের নাম ধারণ এবং একটি আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।
ইউরোপ ভিত্তিক অনলাইন চ্যানেল এন.এল২৪ এর বিশেষ প্রতিনিধি ফরিদুল আলম শাহীনকে আহবায়ক করে এবং ওয়ান নিউজ ডটকম ডট বিডি’র মোঃ নেজাম উদ্দিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় উক্ত আহবায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দিবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.