কক্সবাজারে বিশাল আকৃতির অজগর অবমুক্ত

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ।
গত ৪ জুলাই (সোমবার) সন্ধ্যায় কলাতলী বিটের হিমছড়ি এলাকায় কাইন্দাভাংগা নামক স্থানে বনবিভাগের লোকজন ২০ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করা হয়।একটি বার্মিজ অজগর সাপ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।কক্সবাজার দক্ষিণ বনবিভাগের স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লোকালয়ে চলে আসা বার্মিজ অজগর সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। প্রায় ১৪ ফুট লম্বা এবং ওজন ২০ কেজির কাছাকাছি হবে।পরবর্তীতে বিভাগীয় বনকর্মকর্তা মোঃ সারওয়ার আলমের নির্দেশে উদ্ধারকৃত অজগর সাপটি কলাতলী বিটের আওতাধীন হিমছড়ি জাতীয় উদ্যানের গহীন বন এলাকায় অবমুক্ত করা হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সওয়ার আলম জানান, আমরা বনের পরিবেশ রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছি। গতকাল একটি অজগর সাপ লোকালয়ে চলে আসলে আমাদেও টিম এটিকে নিরাপদে হিমছড়ি জাতীয় উদ্যানের বনে ছেড়ে দিয়ে আসে। যেখানে সম্প্রতি হাতির একটি পাল বাচ্চা দিয়েছে। এখন জাতীয় উদ্যান বন্যপ্রাণীর জন্য নিরাপদ স্থল বলা চলে। লোকালয়ে বন্যপ্রাণী চলে আসলে বনবিভাগকে অবহিত করার পাশাপাশি বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.