মোঃ নেজাম উদ্দিন কক্সবাজারঃ
কক্সবাজারের বালুখালী সীমান্ত এলাকায় মাদককারবারিদের সঙ্গে গোলাগুলির পর ৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির। তার দাবি, এটি এখন পর্যন্ত জব্দ হওয়া আইসের সবচেয়ে বড় চালান।
বিজিবি সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার বালুখালী কাটাপাহাড় এলাকায় রোহিঙ্গা নবী হোসেনের আস্তানা থেকে রবিবার (৩০ জানুয়ারী) রাতে ক্রিস্টেল মেথের একটি চালান আসবে এমন খবরে অভিযানে যায় বিজিবি। সদস্যদের অবস্থান টের পেয়ে মাদককারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে গোলপাতার বাগান থেকে ৯ কেজি ওজনের ক্রিস্টেল মেথ উদ্ধার করে। একইদিন কক্সবাজারের রেজুপাড়া বিওপির টহলদল গোয়েন্দা সংবাদেও ভিত্তিতেউখিয়া উপজেরার পালংখালী ইউনিয়নের তুলাতলীর আমবাগান এলাকা থেকে পাচারকাওে অভিযান চালিয়ে৮০হাজার ই্য়াবা উদ্ধার করে। বিজিবি আরেকটি দল বালুখালী এলাকত থেকেআরো ৫০ হাজার ইয়াবা উদ্ধার কওে বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদি হোসাইন কবির জানান, মাদক কারবারিরা বিজিবি জওয়ানদের অবস্থান টের পেয়ে প্রথমে গুলি ছুড়ে পরে বিজিবি সদস্যরা পাল্টা জবাব দিলে মাদক কারবারিরা পিছু হছতে থাকে এমন সময় তাদের ফেলে যাওয়া ৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। একইদিন আরো কয়েকটি অভিযানে আরো ১ লক্ষ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে উখিয়ার বিভিন্ন জায়গা থেকে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, এই বছরের জানুয়ারীর ১ তারিখ থেকে গতকাল পর্যন্ত বিজিবির হাতে ৬ লক্ষ ৫৪ হাজার ৩৫০পিস ইয়াবা উদ্ধার , ১৮ কেজি ক্রিস্টাল ম্যাথ উদ্ধার, ও ৮জন আসামী আটক করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.