কক্সবাজারে জেলা সড়ক শ্রমিক পরিবহণ ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বার্তা পরিবেশকঃ
সরকারি রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন কক্সবাজারে জেলা সড়ক শ্রমিক পরিবহণ ইউনিয়নের ( রেজিঃ ২১২৯) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের অভিজাত হোটেল হলরুমে কক্সবাজার জেলা শ্রমিক পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে ও সমিতির উপদেষ্টা আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন এ ছালাম সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও কক্সবাজার জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সভাপতি আব্দুস সালাম কোম্পানি।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন,বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী নুরু।

আব্দুল ছালাম কোম্পানি বলেন, সড়ক পথে কোন চাঁদাবাজকে আমরা আশ্রয় দিব না। তাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করবো। কোন অবৈধভাবে টিকেট বিক্রি করতে পারবে না।শ্রমিকদের পাশে থাকার জন্য আমাদের সংগঠন একটি কমিটি করা হবে। শ্রমিকদের পাশে থাকার জন্য মালিকপক্ষ সমসময় প্রস্তুত রয়েছে। সবচাইতে বড়কথা কোন বেইনি কাজকে আমরা আশ্রয় দিবনা।অনুষ্ঠান শেষ পর্যায়ে কক্সবাজারে চলমান বিভিন্ন ২৩জন পরিবহণ মালিকদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.