নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে তৃণমূল পর্যায়ে ২০দিন ব্যাপী উশু প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী দিনে উশু প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার( ২৭ আগষ্ট) বিকালে বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ২০দিন ব্যাপী উশু প্রশিক্ষণ শুরু হয় ও ৬০ জন উশু প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।
সনদ বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবছার উদ্দিনের সভাপতিত্বে ও কক্সবাজার জেলা উশু এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রশিদ মিয়া, প্রধান আলোচক কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ক্রীড়াবিদ অনুপ বড়ুয়া অপু, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মোঃ নেজাম উদ্দিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অনুপ বড়ুয়া অপু।
তিনি বলেন, ক্রীড়া শক্তি ক্রীড়াই বল। আজকে উশু এসোসিয়েশন ২০ দিনের প্রশক্ষণের মাধ্যমে প্রায় ৬০জন শিশু কিশোরদের সনদ প্রদান করা হবে এটি জেলা ক্রীড়া সংস্থার জন্য গর্বের বিষয়।
তিনি আরো বলেন, আজকে এতো সুন্দর ইনডোর স্টেডিয়াম পেয়েছি বর্তমান সরকারের আন্তরিকতা আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রনালয়কে৷
স্বাগত বক্তব্য শেষে উশু শিক্ষার্থীরা তাদের কলাকৌশল ডিসপ্লে করে দেখানো হয় আগত অতিথিদের।
প্রধান অতিথি কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রশিদ মিয়া জানান, মাদকের আগ্রাসন বেড়েছে আমাদের সমাজে। এই মাদকের আগ্রাসন থেকে বাঁচাতে ক্রীড়ার ভুমিকা অপরিসীম। ক্রীড়ার মাধ্যমে আমাদের সমাজকে সুন্দর করতে হবে। আমি অভিভূত হয়েছি আজকের উশু ডিসপ্লে দেখে। আমি আশাবাদী সমাজ সুন্দর হবে ক্রীড়ার মাধ্যমে।
সভাপতির বক্তব্যে আবছার উদ্দিন জানান,তৃনমুল পর্যায়ে উশু প্রশিক্ষণ আমাদের সন্তানদের জন্য খুব জরুরি৷ এর মাধ্যমে যেমন আত্মরক্ষা করতে পারবে তেমনি স্বাস্থ্য ভাল রাখবে। আরেকটি বিষয় হচ্ছে ইনডোর স্টেডিয়ামে প্রথম এই উশু ব্যাচ প্রশিক্ষণ নিয়েছে। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের মাধ্যমে ক্রীড়াকে প্রসারিত করতে হবে।
ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন বলেন, ক্রীড়া শিশু কিশোরদের শারিরীক ও মানসিকভাবে প্রশান্তি আনে। ক্রীড়াকে আমরা জীবিকার মাধ্যম হিসাবে নিতে পারি। আমরা যদি ক্রীড়ার মাধ্যমে একটি সমাজ সুন্দর করতে পারি তবে আমরা সার্থক।
গত ৮ আগষ্ট বিকালে নব নির্মিত কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ।
উল্লেখ ২০ দিনের উশু প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, জিয়াউল হক ও মর্জিনা আক্তার।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.