উন্নয়‌নের ধারা চলমান রাখ‌তে শেখ হা‌সিনা সরকা‌রের পা‌শে থাকুন- কাবেরি

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নকে সাম‌নে রে‌খে দলীয় ম‌নোনয়ন প্রত‌্যাশীরা গণসং‌যোগ ও পথসভায় ব‌্যস্ত সময় পার কর‌ছেন। তার ম‌ধ্যে আ`লী‌গের দলীয় ম‌নোনয়ন প্রত‌্যাশী আপামর গণ মানু‌ষের নেত্রী নাজ‌নীন সরওয়ার কা‌বেরী ব‌্যতিক্রম।

তি‌নি একাধা‌রে রাজনী‌তি‌তে সময় দি‌চ্ছেন, অসহায় গরীব দুঃ‌খি মেহনতী মানু‌ষের পা‌শে গি‌য়ে দাড়া‌চ্ছেন, অন‌্যা‌য়ের প্রতিবাদ কর‌ছেন, বর্তমান সরকা‌রের উন্নয়ন কর্ময‌জ্ঞের প্রচারনাও গ্রা‌মে গ্রা‌মে পথসভাও ক‌রছেন।
তারই ধারাবা‌হিকতায় গত বৃহ‌স্পিতার ঝড় বৃ‌ষ্টি উ‌পেক্ষা ক‌রে কক্সবাজার সদ‌রের ভারুয়াখালী‌তে সারা‌দিন গণসং‌যোগ ও পথসভা ক‌রেন। ভারুয়াখালী বাজা‌রের সিএন‌জি স্টেশ‌নে ইউ‌নিয়ন আ’লীগ সভাপ‌তি ও ইউ‌পি চেয়ারম‌্যান কামাল উদ্দী‌নের সভাপ‌তি‌ত্বে এক পথসভায় তি‌নি ব‌লেন কক্সবাজারসহ পু‌রো দে‌শের উন্নয়‌নের ধারা অব‌্যহত রাখ‌তে শেখ হা‌সিনা সরকা‌রের পা‌শে থ‌াকুন। বিগত সরকা‌রের আম‌লে লুটপাট হ‌য়ে‌ছে, কিন্তু শেখ হা‌সিনার সরকার ক্ষমতায় আসার পর কক্সবাজা‌রে প্রায় চার লাখ কো‌টি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ক‌রে‌ছে, যা দৃশ‌্যমাণ। কক্সবাজারের সর্বস্তরের অসহায়, নির্যাতিত মানুষের কা‌ছে বিগত সম‌য়েও পরীক্ষিত একজন প্রতিবাদী সহ‌যোদ্ধা হি‌সে‌বে রয়েছি। সাধারণ মানুষের আস্থার ঠিকানা হিসেবে ছিলাম, আছি, থাকব ইনশা-আল্লাহ। গণমানু‌ষের দোয়া আর ভা‌লোবাসা‌কে পু‌ঁ‌জি ক‌রে বাংলা‌দেশ আ`লী‌গের দলীয় ম‌নোনয়ন প্রত‌্যাশী।
গণসং‌যোগ ও পথসভায় ভা‌রুয়াখালী ইউ‌নিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মী এবং প্রায় পাচঁ শতা‌ধিক সাধারন মানুষ উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ‌্য যে, তিনি দে‌শ ব‌রেণ‌্য রাজনীতিবিদ বঙ্গবন্ধুর ঘ‌নিষ্ট সহচর, তৎকা‌লীন গণ প‌রিষদ সদস‌্য, সা‌বেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী`র কন্যা এবং জেলা আ`লীগের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মরহুম আবছার কামা‌ল চৌধুরী  পুত্রবধু। তি‌নি সদ‌্য বিদায়ী জেলা আ`লীগ ক‌মি‌টির সাংগ‌ঠ‌নিক সম্পাদক ছি‌লেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.