উখিয়াতে বালিভর্তি ডাম্পার আটক

নিজস্ব প্রতিবেদক

উখিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাল ভর্তি ডাম্পার আটক করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ ৷ রোববার (১৯ সেপ্টেম্বর ) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের শফিউল্ল‍্যাকাটা এলাকা থেকে অবৈধভাবে সংরক্ষিত বনের এলাকা থেকে বালি পরিবহনের কালে বালিভর্তি একটি ডাম্পার আটক করা হয়।পরে উখিয়া রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়।

গোপন সূত্রে জানা যায়, কিছু প্রভাবশালী ব্যক্তি ওই এলাকা থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন করে আসছিল দীর্ঘদিন ধরে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, জব্দকৃত বালি ও ডাম্পার জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৷ তিনি এই অভিযান অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.