উখিয়া সংবাদাতাঃ
কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসী হামলায় কলেজ শিক্ষকসহ আহত হয়েছে বলে জানা গেছে।
সী-বাদশার নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বরে জানান প্রভাষক নুরুল মাসুদ ভুইয়া। এ ঘটনায় আরো ৮ জন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৫ মে) রাত ১১ টার দিকে উখিয়ার সিকদার বিল এলাকায় ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বহু অপরাধের হোতা হঠাৎ আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া কোটি টাকার মালিক রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার ছৈয়দ নুর মিস্ত্রীর ছেলে এক সময়ের মাইক্রোবাস ও সী-লাইনের হেলপার নুর মোহাম্মদ বাদশা প্রকাশ সী-লাইন বাদশার নেতৃত্বে এ হামলা চালিয়েছে তারা ।
স্থানীয়রা জানিয়েছেন, সী-লাইন বাদশার আলিশান বাড়ির সামনে লাগানো সিসি ক্যামেরার লাইটের ফোকাস পথচারীদের মুখে পড়ে। বিষয়টি এলাকার একজন তাকে জানালে ঔ লোকটিকে উখিয়া স্টেশনে ধরে মারধর করে বাদশা বাহিনী।
পরে বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার জন্য উখিয়া কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক নুরুল মাসুদ ভুইয়াসহ কয়েকজন মীমাংসার চেষ্টা করলে বাদশা বাহিনী অতর্কিত হামলা চালায় তার উপর। এ সময় ভুইয়া পরিবারের সাথে বাদশা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে প্রভাষক মাসুদসহ ৮/১০ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এ ঘটনায় সী-লাইন বাদশাসহ হামলাকারিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এমনটি জানিয়েছেন আহত কলেজ শিক্ষক মাসুদ ভুইয়ার বড় ভাই নুরুল বশর ভুইয়া।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এখনও লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য এর আগেও সী-লাইন বাদশা কর্তৃক সওজের জায়গা অবৈধ দখলের বিষয়ে সংবাদ পরিবেশন করায় সাংবাদিকের উপর হামলা করে উল্টো মিথ্যা মামলা দিয়েছিল। তার এই অসীম ক্ষমতার খুঁটির জোর কোথায় এমনটি প্রশ্ন এলাকাবাসীর।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.