নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় ইনানী রেঞ্জের রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকায় অবৈধ বালু উত্তোলন করার সময় ড্রেজার মেশিন ও যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (২১ জুন) দুপুরে তুতুরবিল এলাকায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাথে ছিলেন ওয়ালা বিট কর্মকর্তা বজলু রশিদসহ বনবিভাগের ফোর্স।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, ইনানী রেঞ্জ এর অধীনে তুতুরবিল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন করা কালিন সময় একটি ড্রেজার মেশিন ও যাবতীয় সরঞ্জাম জব্দ করি। এটি ইনানী রেঞ্জ এর অধীনে হলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেজাম উদ্দিন আহমেদ এর নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করি।
প্রাথমিকভাবে ড্রেজার মেশিন এর মালিক তুতুরবিল এলাকার মৃত: আবুর ছেলে সরোয়ার বলে জানা গেছে।
বালু উত্তোলনে যারা জড়িত তাদের বিরোদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, যারা পরিবেশ বিনষ্ট করে এইসব কার্যক্রম চালাচ্ছে তাদের ছাড় দেওয়া হবেনা। আমরা সবসময় তাদের কঠোর হাতে দমন করবো।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.