মো. নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়াতে বনের জায়গা দখল করে দোকান করতে গিয়ে ব্যর্থ হয়েছে বনখেকোরা। দোকান ঘর তৈরি করার সময় বনবিভাগের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের উচ্ছেদ করে পুনরায় বনের জায়গা বনে ফিরিয়ে আনা হয় বলে জানা গেছে ।
মঙ্গলবার( ৮এপ্রিল ) সকালে উখিয়া রেঞ্জের সদর বিটের লম্বাশিয়া এলাকায় অভিযান চালিয়ে স্থায়ীভাবে দোকান স্থাপনা করাকালিন সময় অভিযান পরিচালনা করে তা ভেঙ্গে দিয়েছে বলে জানান বনবিভাগ। অভিযান পরিচালনা করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।
বনবিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উখিয়ার লম্বাশিয়া এলাকায় কিছু বনখেকো বনের জায়গা দখল করে প্রথমে অস্থায়ীভাবে স্থাপনা গড়ে তুলে । সুযোগ বুঝে গত কয়েকদিন ধরে বনের জায়গায় স্থায়ীভাবে ইটের স্থাপনা করে আসছিল খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও এপিবিএন সদস্যদের সহযোগিতায় দোকান গুলো উচ্ছেদ করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মর্কতা মোঃ শাহিনুল ইসলাম জানান, উখিয়া রেঞ্জের সদর বিটের লম্বাশিয়া এলাকায় স্থানীয় নুরুল আলম নামের জৈনক ব্যক্তি বনের জমি দখল করে অবৈধ স্থাপনা করছিল। খবর পেয়ে রেঞ্জের স্টাফ ও এপিবিএন সদস্যদের সহযোগিতায় ঐ এলাকায় অভিযান পরিচালনা করে স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। যিনি এই অবৈধ স্থাপনা করছেন তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর পেছনে আরো কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হবে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, বনের জায়গায় স্থাপনা নয়। বনের জায়গায় যদি কেউ স্থাপনা তৈরি করে তাদের বিরোদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে তার নিজ দায়িত্বে যদি সরিয়ে নিয়ে না যায় তবে আমাদের টিম অভিযান পরিচালনা করে তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। অভিযান চলমান থাকবে।