উখিয়াতে গ্রামীণ ব্যাংকের জাতীয় শোক দিবস ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত

 

বার্তা পরিবেশকঃ

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘোষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ” জাতীয় শোক দিবস ” পালন ও দেশব্যাপী তিনকোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে গত মঙ্গলবার( ১৫ই আগষ্ট) কক্সবাজার জোনের উখিয়া এরিয়ার ৮টি শাখায় কর্মসূচী পালন করা হয়।

১৫ই আগষ্ট সকালে এরিয়ার দেচুয়াপালং রামু শাখায় জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত শেষে বৃক্ষরোপন শুরু করা হয়। পরে সম্মানিত সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলদ বনজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও ব্যাংকের আরও ৭টি শাখা যথাক্রমে রত্নাপালং , রাজাপালং, পালংখালী, হোয়াক্যং, হ্নীলা, টেকনাফ ও সাবরাং শাখায় জাতীয় শোক দিবস পালন ও ব্যাংকের সম্মানিত সদস্যদের মাঝে বিভিন্ন প্রকারের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য যে দেচুয়াপালং রামু শাখায় শোক দিবস পালন, চারা রোপন ও বিতরণের সময় উখিয়ার এরিয়া ম্যানেজার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। শাখা ব্যবস্থাপক এমদাদুল হকের সভাপতিত্বে পুরো অনুষ্টানটি সেকেন্ড ম্যানেজার এম এ হান্নানের সঞ্চালনায় মনোমুগ্ধকর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.