ঈদগাঁও নাসিরখালে মাছ ধরতে গিয়ে নিহত তিনজনের লাশ উদ্ধার

মোঃ রেজাউল করিম, ঈদগাঁওঃ

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও নাসির খালে ডুবে যাওয়া তিন জনকে আজ ২৮ জুলাই বিকেলে উদ্ধার করা হয়েছে।
রামু ফায়ার সার্ভিস ও চট্টগ্রামের ডুবুরি দল তাদেরকে পর্যায়ক্রমে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃতরা হচ্ছে ঈদগাঁও দরগাহ পাড়ার মুহাম্মদ শাহজাহানের ছেলে মোঃ ফারুক (২৬) ও দেলোয়ার হোসেন (১৫) এবং শাহজাহানের নাতি মুরশেদ (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তারা উক্ত খালের ঈদগাঁও বাসষ্টেশনের অদূরে দরগাহ পাড়া পয়েন্টে জাল দিয়ে মাছ ধরতে রায়। এসময় তারা খালের পানিতে ডুবে যায়। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। রামু থেকে দমকল বাহিনী আসলেও পরে তারা অন্যত্র চলে যাওয়াই স্থানীয়সহ নিখোঁজদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্বেগ- উৎকন্ঠার সৃষ্টি হয়। খবর পেয়ে কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান- ২ সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম ঘটনাস্থলে উপস্থিত হন। চট্টগ্রাম থেকে আগত ডুবুরি দলের সদস্যরা
বিকেল সাড়ে পাঁচটার দিকে উক্ত খাল থেকে পর্যায়ক্রমে তাদের লাশ উদ্ধার করেন। এসময় দূর-দূরান্ত থেকে আগত সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট, কর্নেল (অবসরপ্রাপ্ত), ফোরকান আহমেদ দুর্ঘটনার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.