মোঃ রেজাউল করিমঃ
সু-শাসনের জন্য নাগরিক সুজন ঈদগাঁও থানা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার এবং সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন সিকদারের রোগমুক্তি কামনা অনুষ্ঠান আজ ৫ মে বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মনজুর আলম। সুজন ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী। আমন্ত্রিতদের মধ্যে ইফতার ও মোনাজাতে অংশ নেন ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক, শিক্ষানুরাগী আলহাজ ছব্বির আহমদ এম,এ,
চৌফলদন্ডী কালু ফকির পাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মাইনুদ্দিন,
সুজন ঈদগাঁও থানা শাখার সহ-সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ অধ্যাপক মমতাজ উদদীন আহমদ মহসিন, ঈদগাঁও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেফাইল উদ্দিন, প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ কক্সবাজার সদর উত্তর শাখার সাধারণ সম্পাদক আতা উল্লাহ বুখারী, রামু চেইন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রমজান আলী ফারুকী, প্রেস ক্লাব কর্মকর্তা ও দৈনিক মেহেদির প্রতিনিধি নাছির উদ্দিন পিন্টু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা কক্সবাজার সদর উপজেলা শাখার মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শোয়াইব তাহের। অনুষ্ঠানে সুজনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ অংশ নেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.