নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁওতে আপন ছোটভাইকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বলে আপন বড় ভাইয়দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মৃত নজির আহমদের ছেলে আহত ওসমান গণি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বোনদের বুঝিয়ে দিতে বড়ভাইদের বলায় হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র দিয়ে তার উপর হামলা করা হয়েছে বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে কক্সবাজারের ঈদগাও থানার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী ৪নং ওয়ার্ডে।
ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। পৈত্রিক সম্পত্তির অধিকাংশ ওসমান গণির বড়ভাই ডাক্তার সেলিম উল্লাহ ও মোবারক হোসেন এর দখলে থাকায় ৪বোনের সম্পত্তি বুঝিয়ে দিতে ওসমান গণি অন্যভাইদেরকে অনুরোধ করলে বোনদের জমি দিতে অস্বীকার করে এবং বোনদের পক্ষে কথা বলায় বিভিন্নভাবে আপন ছোটভাই ওসমান গণিকে প্রাণ নাশের হামলা চালায়। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ( ৩০ মার্চ) দুপুরে ঈদগাঁ আরাফাত ফার্মেসীর সামনে হত্যার উদ্দেশ্যে ওসমান গণির উপর হামলা চালায় তার আপন বড়ভাই ডাক্তার সেলিম উল্লাহ ও মোবারক হোসেনসহ সঙ্গীয় সন্ত্রাসী বাহিনী। এসময় ওসমানের পকেটে থাকা ৪০হাজার টাকা ছিনিয়ে নেয় ও সেলিমের আরেক সঙ্গী মৌলভী নুরুল হুদা ওসমানের হাত থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয় যেখানে ২লাখ ২০ হাজার টাকা ছিল বলে জানান।
অন্যদিকে ওসমান গণি হামলার বিবরণ দিয়ে ঈদগাঁও থানা অভিযোগ দায়ের করা হলে হামলাকারিরা আরো ক্ষিপ্ত হয়ে একইদিন রাত আনুমানিক ১০টা দিকে ওসমান গণির আপন বড়ভাইয়েরা বাড়ি যাওয়ার পথ গতিরোধ করে তার উপর দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। উপর্যপুরি দেশিয় অস্ত্র দিয়ে তার উপর এলোপাতাড়ি কুপাতে থাকে। ওসমান মাটিতে লুটিয়ে পড়লে মারা গেছে ভেবে তারা সেখান থেকে সরে পড়ে। পরে স্থানীয়রা জানতে পারলে তাকে প্রথমে ঈদগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ওসমান গণিকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় একইদিন রাতে।
অভিযোগসূত্রে জানা গেছে, হামলাকারিরা হলেন ওসমানের আপন বড়ভাই ডাক্তার সেলিম উল্লাহ, মোবারক হোসেন, ফরিদুল ইসলাম, ছৈয়দ আলম, মুকতার আহমদ, আবু তালেব প্রকাশ সোনা মিয়া, আবু তালেব এর ছেলে সোয়াইব,শিহাব, সেলিম উল্লাহ স্ত্রী আরেফা আক্তার, ফরিদুল আলমের স্ত্রী গুল চেহের,ছৈয়দ আলমের স্ত্রী তাহেরা আকতার, মুকতার আহমদের স্ত্রী শুকুরা বেগম।
ওসমান গণির আপন ভাগিনা আব্দুর রহমান ও মোর্শেদ ফরিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম জানান, ছোট মামা ওসমান গণি আমার মা ও খালাদের পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দিতে মামা ডাক্তার সেলিম উল্লাহ, মোবারক হোসেনসহ সকল মামাদের বলায় গত ৩০ মার্চ তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে হামলা করা হয়েছিল। কারণ বোনদের হয়ে আমার ছোট মামা কথা বলে আসছিল বড় মামাদের সাথে।
কিন্তু তারা আমার মা ও খালাদের সম্পদ আত্মসাৎ করার জন্য যিনি আমাদের হয়ে কথা বলছেন তাকে প্রাণ নাশের হামলা চালিয়েছে। ছোট মামা এখন কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় আনবেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. গোলাম কবির জানান, তারা আপন ভাই। তাদের মধ্যে প্রায় সময় জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা থাকে। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। আইন শৃঙ্খলা যেন সুন্দর থাকে সেদিকে নজর রেখে কাজ করছি।
ওসমান গণির উপর হামলা হয়েছে এব্যাপারে জানতে চাইলে তিনি এখনো এসব বিষয়ে অবগত নয় বলে জানান, তবে এমন ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
After lߋoking aat a ffew of thе blog articles оn your blog, I serіously appreciаtе your way of writing
a blog. I saved it to my bookmark site list аnd
ᴡill bе checking back soon. Pleaѕe visit my web site аs well and tеll me һow yyou
feel.
Here is my website web page