ঈদগাঁওতে ছাত্রলীগের ইফতার বিতরণ

মোঃ কাউছার ঊদ্দীন শরীফঃ

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইনের নি‌র্দে‌শে অসহায়, ছিন্নমূল, কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০ দিন ব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) বাজারের বিভিন্ন এলাকায় ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিমের একটি বিশেষ টিম এ ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ পূণরায় বেড়ে যাওয়া, লকডাউন পরিস্থিতিতে দেশের দুর্যোগময় সময়ে দুঃস্থ, নিম্ন আয়, দিনমজুর, কর্মহীন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে ‌জেলা ছাত্রলী‌গের ইফতার বিতরণে অংশ হিসে‌বে ঈদগ‌াহ সাংগঠ‌নিক উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিমের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের একটি টিম কাজ ক‌রে যা‌চ্ছে।

ইফতার বিতরণকালে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক কক্সবাজারে জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এর নি‌র্দে‌শে নিজস্ব অর্থায়নে মাহে রমজানের ১০ দিন ব্যাপী ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন ছাত্র‌নেতা ইরফানুল করিম করোনা ভাইরাসের এই দুর্যোগে সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা কর‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তি‌নি।

ঈদগ‌াহ সাংগঠ‌নিক উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিম বলেন সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিকভাবে প্রতিটি মানুষের একান্ত কর্তব্য। সিয়াম সাধনার এই পবিত্র মাহে রমজানে গরীব-অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করতে পেরে গর্বিত। এই ইফতার বিতরণ কর্মসূচি পবিত্র রমজানের ১০ দিনব্যাপী চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর হুমায়ুম আবরার সামি,ছাত্রনেতা,আসিফ,মুন্না, আসিবুল হাসান
সহ একদল ছাত্রলীগের নেতারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.