ঈদগড়ে এসিড নিক্ষেপ : ঘুমন্ত স্বামী-স্ত্রী আহত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ে ঘুমন্ত স্বামী-স্ত্রীর উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর (সোমবার) মধ্যরাতে ঈদগড় ৭ নং ওয়ার্ড জুমপাড়া এলাকার বর্তমান বাসিন্দা কসাই মোহাম্মদ ওসমান ও তার স্ত্রী ঈদগড় পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা ইসমাইলের মেয়ে মনোয়ারা বেগমের উপর ঘুমন্ত অবস্থায় কে বা কারা বাড়ির জানালার প্লাস্টিকের নেট কেটে জানালা দিয়ে বাড়ির ভিতর এসিড নিক্ষেপ করে। এতে স্বামী স্ত্রী দুইজনেরই মুখ এবং শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।

গুরুতর আহত অবস্থায় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে চিকিৎসার্থে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে আহতদের একাধিক পারিবারিক লোকজনের সাথে সরাসরি এবং মোবাইল ফোনে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এই বিষয় নিয়ে ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ মনিরের সাথে যোগাযোগ হলে তিনি বিষয়টি শুনেছেন এবং অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.