ইসলামপুরে হেড়ম্যান পরিচয়ে বনের জমি দখল করছে ইউপি সদস্য আব্দু শুক্কুর

নিজস্ব প্রতিবেদক
স্বঘোষিত বনবিভাগের হেড়ম্যান পরিচয় দিয়ে বনের জায়গা বিক্রি, জবর দখল, ও বাল উত্তোলনসহ বনের ক্ষতি করছে বলে অভিযোগ উঠেছে ইসলামপুরের ৫নং ইউপি সদস্য আবদুর শুক্কুরের বিরোদ্ধে। সম্প্রতি কক্সবাজার উত্তর বনবিভাগের একটি পেউজবুক পেইজে এমন অভিযোগ তুলে ধরে সাধারণ মানুষকে সচেতনত করা হয়।
সে দীর্ঘদিন ধরে বনবিভাগের হেড়ম্যান পরিচয় দিয়ে বনবিভাগের জমি জবরদখল ও বিক্রি করার মতো কাজ করে আসছিল বলে এলাক সূত্রে জানা যায়।
ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের সদস্য আব্দুর শুক্কুরের বিরোদ্ধে সে মৃঃ মুক্তার আহম্মেদ এর ছেলে।
অভিযোগে বলা হয় সে ফুলছড়ি বিটের হেডম্যান পরিচয় দিয়ে বনভুমি জবরদখল, পাহাড় কর্তন, বালি উত্তোলন, বনভ‚মি বিক্রি, গাছ কর্তনসহ ইত্যাদি অপকর্ম করে বন বিভাগের ব্যাপক ক্ষতি সাধনসহ জনগণের নিকট বন বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।সে বন বিভাগের কোন স্বীকৃত হেডম্যান নয় বলেও জানান কক্সবাজার উত্তর বনবিভাগের একটি ফেইজবুক পেইজে। যদি হেডম্যান পরিচয় দিয়ে বন বিভাগের কোন কার্যক্রমের সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে বন আইন ১৯২৭ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া বন বিভাগের কোন কাজে তার সাথে কোন প্রকার যোগাযোগ না করার জন্যও এলাকািবাসীকে অনুরোধ জানিয়েছে বনবিভাগ কক্সবাজার।
এদিকে নিজেকে হেড়ম্যান দাবি করে আবদুর শুক্কুর জানান, আমি ফুলছড়ি বিটে হেড়ম্যানের দায়িত্বে আছি। আমাকে এখনো অফিস থেকে কোন ধরনের চিঠি দিয়ে জানানো হয়নি। হয়ত এটি অপপ্রচার হতে পারে।
এদিকে কক্সবাজার উত্তর বনবিভাগসুত্রে জানা যায়, আব্দুর শুক্কুর বনবিভাগের হেড়ম্যান নয়। সে হেড়ম্যান পরিচয় দিয়ে বিভিন্ন অপর্কম করে যাচ্ছে। বনের ক্ষতি করছে । তাই সাধারণ মানুষকে সচেতন করতে আজকে পেইজে লিখিত ভাবে দেওয়া হয়েছে।

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.