ইসলামপুরে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ 

মোঃ কাউছার ঊদ্দীন শরীফঃ

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে সেচ্ছাসেবী সংগঠন
নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটির উদ্যোগে দেরশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার উপহার বিতরণ করা শেষে
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) ইসলামপুরের নতুন অফিস বাজারে সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা দরিদ্রদের হাতে ইফতার উপহার প্যাকেট তুলে দেন।

জানা যায়, ইফতার সামগ্রী বিতরণ করা শেষে নতুন অফিস বাজারে সেচ্ছাসেবী সংগঠন নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটির কার্যালয়ে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন,দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউন ঘোষণা করেছে, এমতাবস্থায় সেচ্ছাসেবী সংগঠন নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটির নিজ সাধ্য মতো অসহায়-দুস্থ, পথচারী সহ সর্বসাধারণের পাশে থাকার চেষ্টা করছি।এরা আরও বলেন নতুন অফিস বাজারে প্রত্যেক দোকানদের মাস্ক ছাড়া সেবা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি এবং নো মাস্ক, নো সার্ভিসের জন্য বলেছি।সবার আগে, সবার পাশে আমরা এই স্লোগানে সেচ্ছাসেবীরা জীবনের ঝুকি নিয়ে সবাইকে সচেতন করে চলেছি,আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা মনছুর আলম,আমন্ত্রিত অতিথি, দৈনিক গণসংযোগ পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি মোঃ কাউছার ঊদ্দীন শরীফ , হোসাইন মাহমুদ কামাল,শহিদুল কায়সার,রশিদ আহমদ, আবদুল আলিম,বমু বিলছড়ি ধ্রুবতারা রক্তদান সংগঠন’র সভাপতি নুরুল আবছার, মুসলিম উদ্দিন প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা এডমিন সফি উল করিম স্বপ্নীল, পরিচালক এডমিন এহসান হাবীব, সহ-এডমিন দেলোওয়ার হোসাইন, আমিমুল ইহসান আবিদ, মোস্তফা কামাল, নুরুল হাকিম,মাহমুদুল করিম রানা, আরিফ আলম,মডারেটর আব্দুল মান্নান রানা, সানি, মুন্না, আহসান হাবীব ইমরোজ , সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ্, ইমরান, আব্দুর রহিম, সেলিম,মিছবাহ সহ সংগঠনের সদস্য অন্যান্যরা।

সর্বশেষ সংগঠনের নেতৃবৃন্দরা বলেন রমাদান ও সামনে ঈদ উপলক্ষে কয়েকটি পজেক্ট হাতে নিয়েছি,তারা বলেন চাইলে আপনারা ও আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। এবং যারা তাদের কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.