আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী ও ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সদর ইউনিয়ন জামায়াত শাখা। সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে নাইক্ষংছড়ি বাজার চত্বরে উক্ত দোয়া মাহাফিল ও সভাবেশ অনুষ্ঠিত হয়ছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় মজলিশে শূরার সদস্য ও বান্দরবান জেলা জামায়াতের আমীর মৌলানা আবদুস ছালাম আজাদ।
জামায়াতের প্রবীণ নেতা মোহাম্মদ ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতে শূরার সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াত ইসলামীর আমীর মৌলানা ওমর ফারুখ সিরাজী, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাহমদুল হক বাহাদুর, মৌলানা বশির উদ্দিন,জামায়াতের সিনিয়র নেতা রফিক বশরী,বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের সহ-সভাপতি রফিক আহমদ, সাবেক কেন্দ্রিয় ছাত্র শিবির নেতা তৌহিদ আজাদ,রামু উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য
মোহাম্মদ তৈয়ব উল্লাহ,উলামা পরিষদের সেক্রেটারী মৌলানা মোতাহেরুল হক, সৌদি প্রবাসী সাবেক ছাত্রনেতা এম এ মান্নান,অধ্যক্ষ ছৈয়দ হোছাইন,মৌলানা ফরিদুল আলম,সুপারর মৌলানা নুরুজ্জামান,জামায়াত নেতা ও সাংবাদিক হেলাল উদ্দিন মিয়াজি প্রমূখ।
সঞ্চালনায় ছিলেন,জামায়াত নেতা ইদুল আমিন ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইউনুছ মেম্বার।
বক্তারা এ সময় বলেন,আল্লামা সাঈদী একজন বিশ্ববরেণ্য মোফাচ্ছিরে কুরআম।
তার মৃত্যু শহীদি। তার বড় প্রয়োজন আজকের এ দিনে। ফ্যাসিষ্ট হাসিনার সরকার তাকে কৌশলে মেরে ফেলেছে।
তারা আরো বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের রক্তেভেজা এ ত্যাগ ভূলার নয়। তাদের লক্ষ্য মুক্তির।
জাতি তাদের কখনও ভূলবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সব সময় স্মরণ করবে।
Ny weekly For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.
Business dicker Hi there to all, for the reason that I am genuinely keen of reading this website’s post to be updated on a regular basis. It carries pleasant stuff.