মোঃ নেজাম উদ্দিনঃ
পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সকলের সম্মিলনে কক্সবাজারে প্রতিষ্ঠিত ট্যুর অপারেটস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নির্বাচনী আগামী ৩১ আগষ্ট নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে পর্যটন সংশ্লিষ্ট সকলের যাচ্ছে ব্যস্ত সময়। তারা তাদের নির্বাচনে জয়ী হতে বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছে।
এবার ২০২১সালে টুয়াকের নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রার্থীতা ঘোষনা করেছেন। তারা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারের কাছে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছে। প্রার্থীর হলেন, আনারস প্রতীকে বে অফ বেঙ্গল ট্যুরিজম এর সত্বাধিকারী তোফায়েল আহমদ, দেয়াল ঘড়ি প্রতীকে রাঙ্গাবালি ট্যুরস এন্ড ট্রাভলস এর সত্বাধিকারী আনোয়ারুল কামাল ও জাহাজ প্রতীকে সী হিলটপ ট্যুরস এন্ড ট্রাভলস এর সত্বাধিকারী এসএম কিবরিয়া খান।
এদিকে নির্বাচনকে সামনে রেখে টুয়াকের বর্তমান সভাপতি ও ২য়বারের মতো সভাপতি প্রার্থী হওয়া তোফায়েল আহমদ শুক্রবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেল হলরুমে টুয়াকের সকল সদস্য ও সাংবাদিকদের সামনে তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।
সভায় তিনি তার নির্বাচনী ইশতেহার গুলো সকলের সামনে তুলে ধরেন। তাহলো-
১ টুয়াকের সরকারি নিবন্ধন অগ্রাধিকার ভিত্তিতে সম্পাদন করা।
২। টুয়াকের ব্যয় নির্বাহ ও উন্নতি এবং সমৃদ্ধির জন্য চলমান আয়ের উৎস নিশ্চিত করা
৩।প্রত্যেক সদস্যের জন্য দুরারোগ্য / দূর্ঘটনা ইত্যাদির অসুস্থতাকালিন ভাতা প্রদান করার ব্যবস্থা নিশ্চিত করা।
৪।কোন টুয়াক সদস্যের অকাল মৃত্যু হলে তার পরিবারকে এককালিক একটি অঙ্কের অনুদান প্রদান করা এবং মৃত সদস্যের পরিবারের কর্মযোগ্য কোন বেকার মানুষ থাকলে পর্যটনখাতে তার চাকরি ব্যবস্থা নিশ্চিত করা।
৫।দ্রুত টুয়াকের নিজস্ব জমি রেড়ি করা, সেখানে অফিস এবং টুয়াক ইনস্টিটিউট গড়ে তোলা হবে।
৬।পর্যটন খাতে সরকার সরকার কর্তৃক ব্যয়কৃত সুযোগ সুবিধা আদায় করে পর্যটনের বন্ধ মৌসুমে সদস্যদের ট্রেনিং চালু করার মাধ্যমে ভাতা প্রদান করে দাতা ও জীবন জীবিকার উন্নতি সাধন করা।
৭। পরিবেশ বান্ধব পর্যটন নগরী হিসাবে কক্সবাজারকে গড়ে তোলতে জোরালে ভুমিকা রাখা।
৮।নতুন নতুন পর্যটন স্পট বিকাশে টুয়াকের নেতৃত্ব নিশ্চিত করা।
৯।প্রত্যেক জাহাজ হোটেল, মোটেল,গেস্ট হাউস,রিসোর্ট এবং বিনোদন কেন্দ্রে টুয়াক সদস্যদের সর্বোচ্চ কমিশন, সুযোগ সুবিধা এবং সম্মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
১০।সরকারি অনুদানে নির্মাণাধীন সাবরাং বিচ, নাফ ইকো ট্যুরিজম, সোনাদিয়া বীচ ইত্যাদি প্রকল্পে টুয়াকের প্রতিনিধিত্ব, কাজ করার সুযোগ সুবিধা নিশ্চিত করা।
১১।পর্যটন ও প্রকৃতির বিরুদ্ধে যেকোন পদক্ষেপ রুখে দিতে সদা তৎপর ভূমিকা রাখা।
১২।টুয়াকের আর্থিক বিবরণী, গণতান্ত্রিক প্রতিক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা অক্ষুণ্ণ রাখা।
১৩।নির্বাচিত পরিচালনা পরিষদের মাসিক বৈঠক এবং সাধারণ সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সাধারণ সভা বাধ্যতামূলক করে সংগঠন গতিশীল রাখা।
১৪।সব সদস্যদের নিয়ে বার্ষিক কান্ট্রি ট্যুরের আয়োজন নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের সকল টুরিস্ট স্পট সম্পর্কে বাস্তব জ্ঞান আহরন করানো এবং ধীরে ধীরে বিশ্বের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট ভিজিট করার প্রক্রিয়া চালু করা।
১৫।কোন সদস্য বিপদগ্রস্থ হয়ে জরুরি অর্থের প্রয়োজন হলে টুয়াকের তহবিল থেকে সর্বসম্মতিক্রমে শর্ত সাপেক্ষে সুদ মুক্ত ঋণ প্রদান করা।
তিনি আরো জানান, টুয়াক আমার পরিচিতি। টুয়াক আমার প্রাণ। সদস্যরা আমার প্রেরণা; সঞ্জীবনী শক্তি,আস্থার ঠিকানা। টুয়াক আমার গৌরব, পথচলার সাহস।আমার তারুণ্য, যৌবন, এবং জীবনের সোনালী সময়টুকু কেটেছে টুয়াকের ভালবাসা স্নেহ, মমতায়। আমি টুয়াকের তোফায়েল নামে পরিচিত। আমার পরিচয় টুয়াক।টুয়াকের পরিচয় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হয়েছে আমি দায়িত্ব থাকাকালিন সময়ে।
আগামী ৩১ আগষ্ট টুয়াকের কার্যকরী পরিষদের নির্বাচন। আমি সভাপতি প্রার্থী। আমার প্রতীক আনারস। বর্তমান কমিটির সভাপতি হিসাবে টুয়াকের অগ্রগতি আমার ভুমিকা ছিল একজন পরিশ্রমী ছাত্রের মতো সংগ্রামী।আমি চেষ্টা করেছি ফলাফল ভালো করতে।এবং সফলতা যদি বলতে হয় , আমি দাবি করবো, টুয়াকের ইতিহাসে সবচেয়ে বেশি সমৃদ্ধি এসেছে আমার মেয়াদকালে।
আমি কমিটির সচ্ছলতার জন্য মেয়াদ শেষ না হওয়ার আগেই নির্বাচনের আয়োজন করেছি।যেন অন্যরা সুযোগ পায় নেতৃত্বে।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত থেকে টুয়াকের সকল সদস্যদের পর্যটন খাতের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আলী।
ট্যুর এসোসিয়েশন অব কক্সবাজার ( টুয়াক) এর প্রধান উপদেষ্টা মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, তোফায়েল আহমদ একজন কর্মী বান্ধব মানুষ। তিনি পর্যটনখাতে অমূল পরিবর্তন করতে পারবে বলে আমার বিশ্বাস।
টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল জানান, টুয়াকের ক্লান্তিলগ্নে সংগঠনের হাল ধরেছিল বর্তমান সভাপতি তোফায়েল আহমদ। এরপর থেকে টুয়াকের সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে। আজ টুয়াক এমন একটি পর্যায়ে নিয়ে এসেছে আমরা যারা আছি সকলে গর্বের সাথে বলতে পারি তোফায়েল যোগ্য ব্যক্তি টুয়াকের সভাপতির পদে।আশা করছি আগামী ৩১ আগষ্ট আশা করছি সুন্দর একটি কমিটি উপহার দিতে পারবো পর্যটনখাত উন্নয়নে।
টুয়াক সভাপতি তোফায়েল আহমদ নির্বাচনী ইশতেহার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবারের আয়োজন করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.