বিনোদন প্রতিবেদক
শারীরিক বিকাশ কিংবা সুস্থতায় খেলাধুলার কোনো বিকল্প নেই। আবার মানসিক প্রশান্তির জন্য বিনোদন হচ্ছে উপযুক্ত টনিক। করোনাকালে মানুষ শুধু শারীরিক ক্ষতিরই সম্মুখীন হচ্ছে না; মনেও এর বিরূপ প্রভাব পড়ছে। এ অবস্থার উন্নতিকল্পে বিনোদন হতে পারে সবচেয়ে বড় মাধ্যম। আর বিনোদনের কথা আসলে সবার আগে উঠে আসে সঙ্গীত প্রসঙ্গ। খেলাধুলা যেমন মানুষকে নির্মল বিনোদন দেয়; তেমনি গানও নির্মল বিনোদন দেয়। দর্শক শ্রোতাদের মনে আনন্দের বাড়তি খোরাক জোগায়।
করোনার এই কঠিন সময়ে গানই পারে মানুষের মনে স্বস্তির এক পশলা বৃষ্টি ঝরাতে। সময়ের আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ঠিক সেই কাজটিই করে চলেছেন। পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিভিন্ন খেলাধুলাকে যেমন মাঠে রেখেছেন; তেমনি মানসিক বিষাদে বিষণ্ণ খেলোয়াড়-কর্তাদের মনে বাড়তি আনন্দ দিতে একের পর এক কনসার্টে গান গাইছেন। যে গান শুনতে আবার অনেক দর্শক-শ্রোতাদেরও আসতে দেখা যাচ্ছে।
অনেকদিন ধরেই বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে গান পরিবেশন করছেন কণ্ঠশিল্পী ডন। আজ মঙ্গলবার আবারো তাকে গাইতে দেখা যাবে। এবার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে গাইবেন তিনি। ওয়ালটন বিজয় দিবসের ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ভলিবলের দুই পরাশক্তি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। আর এই জমজমাট ফাইনাল শেষে গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন জনপ্রিয় শিল্পী ডন। আর শিল্পীর গান পরিবেশনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বর্ষীয়ান ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু।
মিকু জানান, ‘করোনার প্রকোপ আবারো বেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা সবাইকে বিজয় দিবস ভলিবল ফাইনাল ম্যাচটি উপভোগের আমন্ত্রণ জানিয়েছি। আশাকরি একটা জমজমাট লড়াই-ই সবাই দেখতে পাবেন। ফাইনাল শেষে থাকছে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীতানুষ্ঠান। আমরা অনুষ্ঠান দেখতে কাউকে নিরুৎসাহিত করব না। তবে সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ভলিবল স্টেডিয়ামে আসবেন। ফাইনাল ম্যাচ এবং ডনের সঙ্গীতানুষ্ঠান উপভোগ করবেন।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.