আজ রামু ও নাইক্ষ্যংছড়িতে বিদ্যুৎ থাকবে না রাত থেকে

সংবাদ বিজ্ঞপ্তিঃ
আজ শুক্রবার দিবাগত রাত থেকে নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার পল্লী বিদ্যুৎ ও বিতরণ বিভাগ, বিউবো আওতাধিন সকল বিদ্যুৎসংযোগ বন্ধ থাকবে বলে জানা গেছে। এছাড়া কক্সবাজার সদর, ঈদগাও,টেকনাফ,ও উখিয়া উপজেলার আংশিক জায়গায় পল্লী বিদ্যুৎ ও বিউবোর বিদ্যুৎ থাকবেনা । এ নিয়ে পল্লী বিদ্যুৎ ও বিউবো কক্সবাজার জনসচেতনতায় মাইকিং করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) এর ১৩২/৩৩ গ্রীড উপকেন্দ্রের ক্ষমতাবর্ধন কাজের জন্য ৫০/৭৫ এমভিএ TR-03 ট্রান্সফরমার শুক্রবার দিবাগত রাত থেকে (শনিবার) ১১মার্চ রাত ৩:৩০ টা হইতে দুপুর ১২টা পর্যন্ত শাটডাউন থাকবে।

বিতরণ বিভাগ (বিউবো) কক্সবাজার অফিস জানিয়েছেন, পিজিসিবির জরুরী মেরামত ও রক্ষনাবেক্ষন কাজের স্বার্থে বিতরণ বিভাগ (বিউবো) কক্সবাজার দপ্তরের মটেল রোড, কলাতলী এবং ঝিলংঝা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ডিএস-০২, ডিএস-০৪ এবং ডিএস-০৫ ফিডারের আওতাধীন জেলখানা, সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পার্শ, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, টেকপাড়া, টেকপাড়া চৌমুহনী, টেকপাড়া পুকুর পাড়, পুরাতন কমার্স কলেজ রোড, হাঙ্গর পাড়া, উত্তর রুমালিয়ার ছড়া, উত্তর তারাবনিয়ার ছড়া, পেশকার পাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড়মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট এলাকা বদর মোকাম, এন্ডারসন রোড, বড়বাজার, সিনেমা রোড, চাউল বাজার, পান বাজার রোড, কৃষি অফিস রোড, নুর পাড়া, পেশকারপাড়া, পুরাতন মাছ বাজার, ফুলবাগ সড়ক, বাজারঘাটা, লালদিঘীর পাড় সহ তৎসংলগ্ন এলাকায় শনিবার (১১মার্চ) ৩:৩০ টা হইতে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.